Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জয়ে শুরু যুবাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৭:১৩ পিএম

সফরকারী পাকিস্তান অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। এবার ওয়ানডে সিরিজের শুরুটাও জয় দিয়ে হয়েছে টাইগার যুবাদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশের যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান। জবাবে, টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান যুবারা ৪১.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। এছাড়া, আজিজুল হক রনি অপরাজিত থাকেন ৩৫ রান করে। ৩৪ রান করেন সাকিব শাহরিয়ার। পাকিস্তানের ফরহাদ খান ৫৪ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। ৫১ রান খরচায় ৩ উইকেট নেন আছির মুঘল, ৩১ রানে ১ উইকেট পান উমর ইমান।
২২৯ রানের লক্ষ্যে ৪২তম ওভারে অলআউট হয় পাকিস্তানের যুবারা। এর মধ্যে কাশিফ আলি ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া, মুহাম্মদ ওয়াকাস ২৭ এবং আছির মুঘল ১৯* রান করেন। বাংলাদেশের হয়ে আজিজুল হক রনি মাত্র ১৯ রান খরচায় দুটি উইকেট তুলে নেন। এছাড়া, মাহফুজুর রহমান রাব্বি ও মুশফিক হাসান নেন দুটি করে উইকেট।
দুই দলের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৩ ও ১৫ মে, একই ভেন্যুতে। সফরকারী পাকিস্তান ১৬ মে বাংলাদেশ ত্যাগ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ