Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দান্ত স্মিথ, অসহায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৭:৪২ পিএম

স্টিভ স্মিথের অপরাজিত ৮৯ রানের পরও নিউজিল্যান্ডের কাছে হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া একাদশ। বিশ্বকাপের আগে দ্বিতীয় অনুশীলন ম্যাচে উইল ইয়ং এর ১৩০ রানের সুবাদে খর্ব শক্তির নিউজিল্যান্ড একাদশের কাছে সাত উইকেটে পরাজিত হয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের একাদশ।
সফরকারীরা ১০ বল বাকি থাকতেই ২৭৮ রানের লক্ষ্যে পৌঁছে গেলে দশম ওয়ানডে ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। অবশ্য এ ম্যাচটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। বিশ্বকাপে নিউজিল্যান্ডে দলে জায়গা না পাওয়া ইয়ং তার ১৩২ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি হাঁকান।
অস্ট্রেলিয়ার ৬ উইকেটে করা ২৭৭ রানের জবাবে জর্জ ওর্কারের ৫৬ এবং টম লাথামের অপরাজিত ৬৮ রানের সুবাদে কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল এবং ট্রেন্ট বোল্ট ছাড়া কিউইরা ৩ উইকেট হারিয়ে ২৮৩ রানে পৌঁছে যায়।

ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর এ ম্যাচেই মাঠে নামেন অস্ট্রেলিয়ান পেস সুপারহেড মিচেল স্টার্ক। মাঠ ত্যাগ করার আগে নিজের ট্রেডামার্ক ইয়র্কারের সাহায্যে ৫ ওভারে ১৪ রানে ২ উইকেট শিকার করেন তিনি। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকার পর এটা ছিল তার প্রথম ম্যাচ। এর আগে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচে চার ছক্কায় অপরাজিত ৮৯ রান করেন স্মিথ। শন মার্শ ২৮ রানে আউট হলে মাঠে আসেন স্মিথ। ফর্মে থাকা উসমান খাজা এবং গ্লেন ম্যাক্সওয়েল করেন যথাক্রমে ৫৬ ও ৫২ রান।

তবে শিরিস কাগজ কেলেঙ্কারীর কারণে নিষিদ্ধাদেশ কাটিয়ে মাঠে ফেরা আরেক তারকা ডেভিড ওয়ার্নার সোমবার প্রথম ম্যাচে ৩৯ রান করলেও এ ম্যাচে ডাক মেরেছেন। খাজার পরিবর্তে এ ম্যাচে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিং করতে নামেন ওয়ার্নার। তবে ছয় বল মোকাবেলা করে কোন রান করার আগেই তাকে প্যভিলিয়নে ফিরতে হয়।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী হয়েছিল। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার অ্যালান বোর্ডার মাঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ