মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার ‘দুর্যোধন’ ও ‘রাবণে’র সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচারে জনসভা থেকে মমতার তোপ, ‘বাংলায় এসেই মোদী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ। শুনলে আমার মনে হয় আমার ওনাকে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে।’
রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, 'গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএম’র হাতে আক্রান্ত। এরপর নরেন্দ্র মোদী এসে তোলাবাজ বললে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে।' প্রধানমন্ত্রী মোদী ও তার সরকারের উদ্দেশে মমতার তোপ, ‘দাঙ্গা লাগানো ছাড়া তো ওদের কোনও কাজ নেই। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি। শুধু খুন করেছে।’
‘জয় শ্রী রাম’ স্লোগান বিতর্কে গেরুয়া শিবিরের রোষে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে মঙ্গলবার মমতা স্পষ্ট করে দেন, ‘তুমি বললেই মানতে হবে? বাংলার মাটিতে সব ধর্ম, ঠাকুর এবং সংস্কৃতিকে মানা হয়। মরে গেলেও বিজেপি’র স্লোগান মুখ দিয়ে বেরোবে না।’
মোদীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘এখানে এসে বড় বড় মিথ্যা বলেন মোদী। আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না। মা দুর্গার ক'টা হাত উনি জানেন? দেশের সবচেয়ে বড় দুর্যোগ মোদী।’ মাওবাদী সমস্যা নিয়েও বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। বিজেপিকে ‘এবার বিদায়’ দিতে আর্জি জানান মুখ্যমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।