Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তৃতীয়বারে চূড়ান্ত হল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৭:১৯ পিএম

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে জার্সি চূড়ান্ত করেছিল সেটা দেখতে প্রায় পাকিস্তান ক্রিকেট দলের জার্সির মতো। এ নিয়ে কঠোর সমালোচনা হওয়ায় তিন দিনের ব্যবধানে তিনবার জার্সি পরিবর্তন করল বিসিবি।

বিসিবি যে সবুজ জার্সি অনুমোদন দিয়েছিল সেই জার্সির মধ্যে শুধু বাংলাদেশ নামটা লাল রঙে লেখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু সেখানে ভেটো দেয় স্পন্সর প্রতিষ্ঠান লাইফবয়। তাদের লাল রঙের লোগোর সঙ্গে বাংলাদেশ লেখাটার কালার মিলে যাওয়া আপত্তি জানায়।

স্পন্সর প্রতিষ্ঠানের সেই আপত্তির কারণে তৃতীয় দফায় জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ ব্যাপারে শনিবার মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, হাতে লাল রং থাকলে স্পনসরের লোগোর সঙ্গে মিশে যায়। ওদের লোগোর রংও তো লাল। স্পনসরদের চাহিদাও তো আমাদের দেখতে হবে। আর বেশি লাল থাকলে দেখতে খুব একটা দৃষ্টিনন্দনও হয় না। এ কারণে আরেকবার বদলে এটাই চূড়ান্ত করেছি।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জার্সি উন্মোচন করে বিসিবি। এরপরই সমালোচনা শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ