Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবুজ সার্জিতে লাগছে লালের ছোঁয়া

সমালোচনার পর বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৬:১৩ পিএম

বাংলাদেশ বলতেই মনের কোনে ভেসে ওঠে লাল-সবুজের চিরচেনা এক ক্যানভাস। আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক এই লাল-সবুজ ধারণ করে আছে বাংলাদেশ ক্রিকেট দলও। সেই সঙ্গে হাতে হাত ধরে শক্তির প্রতীক হিসেবে জার্সিতে ঠাঁই মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছ্ববিও। কিন্তু এবারের বিশ্বকাপ জার্সি কি সত্যিই বাংলাদেশ দলকে চিত্রায়িত করে?
বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয় গতকাল সোমবার বিকেলে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম সরব হয়ে ওঠে জার্সি নিয়ে আলোচনায়। জার্সির রং ও ডিজাইন সন্তুষ্ট করতে পারেনি বেশির ভাগ টাইগার সমর্থককেই। বিশ্বকাপের মূল জার্সিতে লাল রঙ না থাকায় উন্মোচনের পরই সমালোচনা মুখর হয়ে উঠেছিলেন ভক্ত-সমর্থকরা। এবার মানুষের আবেগের কথা ভেবে সেই জার্সির ডিজাইনে বদল আনতে যাচ্ছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন।
বিশ্বকাপে বাংলাদেশের দুটি জার্সির ডিজাইন করা হয়। অ্যাওয়ে জার্সি পুরোটাই লাল। তবে সামনে বাংলাদেশ লেখায় ও বাহুতে আছে সবুজের মিশেল।কিন্তু হোম জার্সিতে আছে কেবলই সবুজ, নেই লাল রঙের মিশেল। ওই জার্সি পরেই গতকাল (সোমবার) অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমালোচনা মুখর হয়ে উঠেন। পাকিস্তানের জার্সির সঙ্গে মিল খুঁজে চলতে থাকে জার্সি বদলের দাবি।
সেই সমালোচনার পর সোমবার মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সবুজ জার্সি বদলে ফেলার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিসিবি সিইও। মঙ্গলবার সকালে তিনি জানান সবুজ জার্সিতে আসছে লাল রঙের মিশেল, ‘সবুজ জার্সির নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে। সেখানে লাল রঙ নেই, এখন লাল রঙ কোথাও জুড়ে দেওয়া হবে।’
তিনি জানান শুরুতে বাংলাদেশ লেখা অংশে লাল রঙেই রেখেছিলেন তারা, কিন্তু আইসিসির গাইডলাইনের কারণে সেটা বদলাতে হয়েছিল, ‘আসলে শুরুতে লাল রঙ ছিল। বাংলাদেশ লেখার মধ্যেই লাল রঙ ছিল। কিন্তু এটা যখন আইসিসির কাছে পাঠানো হয় অ্যাপ্রুভালের জন্য তখন একটা আপত্তি আসে। সম্ভবত আইসিসির একটা গাইডলাইন আছে যে লেখার মধ্যে সাদা থাকতে হবে। এখন লেখা ছাড়া অন্য কোথাও লাল রঙ দিয়ে সেটা বদলে ফেলা হবে। ’
সোমবার বিকেলে জার্সি উন্মোচন ও ফটোসেশনের পর বিসিবি প্রধান জানিয়েছিলেন, এই জার্সি তিনি আগে দেখেননি, তবে ডিজাইন তার ভালোই লেগেছে। তবে রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেন, ‘জার্সি উন্মোচনের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি তখনই বলেছিলাম এটা আমি আগে দেখিনি। এই প্রথম দেখছি। আমাকে যখন প্রশ্ন করা হয় তখনই সন্দেহ জাগে এই প্রশ্ন কেন, পরে গিয়ে আমি দেখলাম যে সবুজের মধ্যে কোথাও লাল নেই। আরেকটা জার্সি যেটাতে লাল-সবুজ আছে। আমি বলেছি লালটা রেখে সবুজটা এক্ষুনি বদলাতে হবে। যাইহোক ভুল করেছে ওরা। বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জার্সিটা আমরা বদলে দেব।’
কেমন হতে পারে নতুন জার্সিটি তারও একটি আভাস দিয়েছেন বিসিবি বস। নাজমুল হাসান মঙ্গলবার বিকেলে ধানম-িতে এক সংবাদ সম্মেলনে জানান, ‘নতুন জার্সিতে সবুজ রঙের ওপর থাকবে লালের ছোঁয়া। দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।’
নিজামউদ্দিন জানিয়েছেন বাজারে ছড়িয়ে পড়া অফিসিয়াল সবুজ রঙের জার্সিগুলোও বদলে ফেলা হবে। এ ব্যাপারে জার্সি বিক্রয়ের সত্ত্ব পাওয়া স্পোর্টস এন্ড স্পোর্টজের সত্ত্বাধিকারী মেহতাবউদ্দিন সেন্টু জানান জার্সি বদলের ব্যাপারে তারা এখনো কোন নির্দেশনা বিসিবি থেকে পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ