বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পহেলা বৈশাখে রাজধানীজুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বরাবরের মতো চারুকলা অনুষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার সামনে পেছনে ও দুই পাশে নিরাপত্তা বলয় থাকবে। মাঝপথে কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর পলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, শোভাযাত্রায় সব ধরনের মুখোশ ও ভুভুজেলা নিষিদ্ধ থাকবে। চারুকলা থেকে শোভাযাত্রা বের হয়ে শাহবাগ মোড় ও ঢাকা ক্লাবের সামনে ঘুরে আবার শাহবাগ মোড় ও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। বিকেল ৫টার পর কোন অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে এবং ৬টার পরে খোলা স্থানে সব ধরণের অনুষ্ঠান বন্ধ থাকবে।
তিনি বলেন, এবারের পহেলা বৈশাখ উপলক্ষে পুরো ঢাকা শহরে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড় বড় অনুষ্ঠানস্থলগুলো ডগ স্কোয়াড দিয়ে ও ম্যানুয়ালি সুইপ করা হবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য অনুষ্ঠানস্থলে থাকবেন। রমনা পার্ক এলাকায় কন্ট্রোল রুম থাকবে। সেখান থেকে সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করা হবে। ধানমন্ডি ও রমনা লেক ও হাতিরঝিল এলাকায় নৌ পুলিশের টহল থাকবে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। অগ্নি দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস সদা প্রস্তুত থাকবে।
কমিশনার আরও বলেন, এবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে কোনও নিরাপত্তা শঙ্কা নেই। তবুও রমনা বটমূল ও সোহরাওয়ার্দী এলাকার অনুষ্ঠান ছাড়াও রাজধানীর প্রত্যেকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার জরুরি সেবা তথ্য জানাতে শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। কেউ হারিয়ে গেলে বা কোনও জরুরি তথ্য কেন্দ্রীয় মাইকিং ব্যবস্থাপনায় জানানো হবে। শিশুদের পকেটে ঠিকানা ও মোবাইল নম্বর রাখতে হবে। গতবারের মতো এবারও বৈশাখের সব অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, বিকাল ৫টার পর অনুষ্ঠানস্থলে প্রবেশ বন্ধ হয়ে যাবে। আর উন্মুক্ত স্থানে সন্ধ্যা ৬টার পর সব ধরণের অনুষ্ঠান কর্মসূচি বন্ধ থাকবে। রমনা পার্কে প্রবেশ করার জন্য ৩টি এবং বের হওয়ার জন্য দুটি গেট থাকবে। প্রবেশ-বাহির গেট থাকবে ৩টি। আগের মতো এবারও দা, কাচি, ছুরি, দাহ্য পদার্থ, ব্যাগ, বহন নিষিদ্ধ থাকবে। তবে নারীরা ছোট পার্স ব্যবহার করতে পারবেন। সংবাদ সম্মেলনে পুলিশেল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।