Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে কঠোর নিরাপত্তা

পথে পথে পাসপোর্ট যাত্রীদের তল্লাশি করা হচ্ছে

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে অবৈধ অনুপ্রবেশ, জঙ্গি হামলা এবং নাশকতামূলক কর্মকান্ডের আশঙ্কায় বাংলাদেশের-ভারত সীমান্তে নিরাপওা ব্যবস্থা জোরদার করেছে বিএসএফ। স্বাধীনতা দিবসে কেউ যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য পশ্চিমবঙ্গ’র গোটা রাজ্য জুড়ে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া সতর্ক বার্তা পাওয়ার পর পরই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআইডি রাজ্যের সর্বত্র নজর রাখতে শুরু করেছে। ভারত লাগোয়া সীমান্তবর্তী গ্রামগুলোতো সন্ধ্যার পর কাউকে বিনা প্রয়োজনে জিরো লাইনে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে বিএসএফ।
রাজ্য ও কেন্দ্রের এমন নির্দেশ পেয়ে বেনাপোলের ওপারে পেট্রাপোল সীমান্ত এলাকায় বাসস্ট্যান্ড, ট্যাক্সি ও ট্রেন স্টেশন এলাকায় বাস ও ট্রেনে তল্লাশি চালাচ্ছে পুলিশ, জিআরপি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জঙ্গি হামলার ভয়ে ভারতের স্বাধীনতা দিবসের আগে প্রতি বছরই ভারত সরকার সীমান্ত সিল করে থাকে। বাংলাদেশ বিজিবি, পুলিশ ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা জানান, পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর সড়ক ও রেলপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সৈন্য ও নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জলপথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কলকাতাসহ আশপাশের আবাসিক হোটেল গুলোতে চলছে কড়া নজরদারি। ভারতগামী ও ভারত থেকে আগত বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের ব্যাগও নানাভাবে তল্লাশি করছে পুলিশসহ অন্যান্য বাহিনীর লোকজন।
বেনাপোল চেকপোস্টে ভারত আসা যশোরের আমিনুর রহমান জানান, কলকাতা দেশে ফেরার সময় সারা পথে তল্লাশি করেছে ভারতীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের সাদা পোষাকের লোকজন। ব্যাগ খুলে মালপত্র তল্লাশি করেছে। শিয়ালদহ রেলস্টেশনেও অনেক পুলিশ দেখেছি। ভারতের হরিদাসপুর সীমান্তে বিএসএফ টহল দিচ্ছে। পথে পথে যানবাহন থামিয়ে তল্লাশি করছে তারা। অনেকের শরীরেও তল্লাশি করছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভারত সরকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শুনেছি। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে কড়া নজরদারি বৃদ্ধি করেছে বিএসএফ। তবে সীমান্তে বিজিবিও সতর্কাবস্থায় রয়েছে। যদিও সীমান্ত এলাকা বিজিবির সম্পূর্ন নিয়ন্ত্রণে আছে। ইন্টারনাল নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে আর সীমান্তে রয়েছে বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঠোর নিরাপত্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ