পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সবগুলো কারাগারের কঠোর নিরাপত্তা অব্যাহত রয়েছে।
কারা সূত্র জানায়, তিন দিন ধরে দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কারাগারগুলোয় সর্বোচ্চ সতর্কতার এ সিদ্ধান্ত নেয়া হয়। ঊর্ধ্বতন এক কারা কর্মকর্তা বলেন, নিরপত্তার অংশ হিসেবে বন্দিদের খাবার ও কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে তল্লাশির পর বন্দিদের সাথে দেখা করতে পারবে দর্শনার্থীরা। এছাড়া বহিরাগত কেউ কারা ফটকের সামনে ঘোরাফেরা করতে পারবে না। কারাগারে দায়িত্বরতরা অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবির বলেন, উপরের নির্দেশে কারাগারে আগের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এ উদ্দেশ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।