Inqilab Logo

শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মতলবে মোহনপুর উপনির্বাচন বানচালের শঙ্কা ১ স্বতন্ত্র প্রার্থীর

সাংবাদিকদের সাথে মতবিনিময়

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ৭:৪২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার রাতে তার নিজ বাস ভবনে উপনির্বাচন বানচালের শঙ্কাসহ বিভিন্ন সমস্যা ও নিজের জয়ের সম্ভাবনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন আমার বিজয় নিশ্চিত বুঝ একটি মহল নির্বাচন কে বানচাল করার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা নির্বাচনটি যাতে বন্ধ হয়ে যায় সে চেষ্টা করবে।

তিনি বলেন বাহাদুর পুর ছাড়া সব জায়গায় আমার নির্বাচনের প্রচারনা সুন্দর ভাবে চলছে। বাহাদুর পুর আমার প্রচারনা বাধা প্রদান করা হচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন শান্তি পূর্ণ ভাবে নির্বাচন হলে আমার বিজয় শতভাগ।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ