Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাকরাইল মসজিদের বাইরে কঠোর নিরাপত্তা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর কাকরাইল মসজিদের মসজিদের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা মুহাম্মদ সা’দ কান্ধলভি ঢাকার কাকরাইল মসজিদের ভেতরে অবস্থান করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, তার অংশগ্রহণের বিরোধিতা করে তাবলীগ জামাত ও কওমি আলেমদের আন্দোলনের কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি কাকরাইল মসজিদের মূল ফটকের বাইরে অবস্থান করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা। এছাড়া মসজিদ সংলগ্ন এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা যায়, মসজিদের মূল ফটক দিয়ে সব মুসল্লি প্রবেশ করতে পারছেন না। শুধু ভেতরে অবস্থানরত মুসল্লিরা কাউকে পরিচিত মনে করলে তাকে ঢুকতে দেয়া হচ্ছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে অনেকেই মসজিদে যেতে পারেননি। ডিএমপি রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সর্দার দৈনিক ইনকিলাবকে বলেন, এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে অবস্থান করছেন। মাওলানা সা’দ ভেতরে আছেন। পরিস্থিতি স্বাভাবিক।



 

Show all comments
  • সোহরাব হোসেন ১১ জানুয়ারি, ২০১৮, ৪:২৯ এএম says : 0
    বিষয়টি এত ঘোলা হওয়ার কী খুব দরকার ছিলো ?
    Total Reply(0) Reply
  • মুহাম্মাদ কামালুদ্দীন হানাফী ১১ জানুয়ারি, ২০১৮, ৬:৩৯ এএম says : 0
    এ অবস্হায় উনার না আসাটাই উচিত ছিল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাকরাইল মসজিদের বাইরে কঠোর নিরাপত্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ