নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আমন্ত্রণে এখন ঢাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যারিবীয় কোচ গর্ডন গ্রিনিজ। দুই দিনের সফরে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লন্ডন থেকে ঢাকায় নেমেছেন তিনি। বিকেলে কুর্মিটোলা গলফ কোর্সে এসেই মিডিয়ার মুখোমুখি হন গর্ডন। এসময় সাংবাদিকদের সাথে আলাপে গর্ডন গ্রিনিজ শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানান। গ্রিনিজ বলেন,‘সব সময়ে মতো এবারো বাংলাদেশে আসতে পেরে খুশি। এটা আমার জন্য ঘরের মতোই। গত দু’বছরের মধ্যে দুই বার বাংলাদেশে এসেছি। রুমির আমন্ত্রণে এবার এসেছি। এবারের আগমন কিছুটা ভিন্ন কারণে। গতবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে এসেছিলাম, তারা সম্মান জানিয়েছিল। এবার গলফের কারণে আসা। এটা ভিন্ন একটা খেলা। আমি এই খেলাটা ভীষণ পছন্দ করি। নিজেও খেলার চেষ্টা করি। আমি আবারো বলছি খেলার চেষ্টা করি। আমি গলফার নই; তবু খেলাটা আমার ভীষণ পছন্দের।’
তিনি আরো বলেন,‘আশাকরি বাকি দুটি দিন গলফে দারুণ সময় কাটবে। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ^ দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়বে। গলফ বিশ^ময় খেলা হয়। খুবই ধৈয্যের, বুদ্ধির খেলা। স্পন্সর ন্যাশনাল ব্যাংকের কারণে বাংলাদেশ একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে। ন্যাশনাল ব্যাংক টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। চমৎকার আতিথেয়তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মনে করি শুধু এক বছরের জন্য নয়, তারা আরো অনেক বছর গলফের সঙ্গে থাকবে। গ্রিনিজ যোগ করেন,‘আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করি। বাংলাদেশের জাতির পিতার নামে টুর্নামেন্ট। অবশ্যই এটি দারুণ কিছু। রিক এবং রন হকের নাম বলতেই হয়, তারাই মূলত এই টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক ভূমিকা রেখেছেন। শুধু ন্যাশনাল ব্যাংকের বড় দুই কর্তা নন, এর প্রতিটি সদস্যের জন্যই এটি আয়োজন সম্ভব হয়েছে। আশাকরি ভবিষ্যতে যে কোনো টুর্নামেন্টে তারা অগ্রণী ভূমিকাতেই থাকবে। এখানকার কোর্সটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি টাইট। এ জন্য কিছুটা চিন্তিত। বিশেষ করে ফেয়ারওয়ে। ক্যারিবীয় ফেয়ারওয়েজগুলো বেশি প্রশস্ত। আরো কিছু কাজ এখানে করা উচিত। যাতে বল সহজেই নিশানা মতো পড়তে পারে। যারা অংশ নিচ্ছেন সবার জন্য শুভ কামনা আগামী দু’দিনও তারা ভালো খেলুক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।