Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৫:০৭ পিএম

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার, কোচ ও ধারাভাষ্যকার ব্রুস ইয়ার্ডলি। ৭১ বছর বয়সে আজ তিনি নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কুনুরা ডিসট্রিক্ট হাসপাতালে মারা গেছেন। তার হাত ধরেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপে একমাত্র শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয় ইয়ার্ডলির। ৩৩টি টেস্ট খেলে ১২৬টি উইকেট শিকারের পাশাপাশি ৭ ওয়ানডেতে ৭টি উইকেটও আছে তার। জাতীয় দলের জার্সি গায়ে খুব বেশি খেলতে না পারলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ইয়ার্ডলি ছিলেন বেশ সফল ও অভিজ্ঞ। ১০৫ ম্যাচে ২৮.১৯ গড়ে নেন ৩৪৪টি উইকেট।
খেলোয়াড়ি জীবন শেষে পার্থের ক্লাব মিডল্যান্ড গিল্ডফোর্ডের কোচিংয়ের দায়িত্ব পালন করেন ইয়ার্ডলি। এরপর ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী শ্রীলংকা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ