Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট ক্রিকেট এখন জনপ্রিয়তার শীর্ষে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৫:২৪ পিএম

টেস্ট ক্রিকেট নিয়ে অভিযোগের শেষ নেই। অনেকে তো এমনও বলেন ৫ দিনের ক্রিকেট বন্ধ করা উচিত। হালের টি-২০ টেস্টকে আরো আনকোরা করে ফেলেছে বলে অনেকের মত। তবে জরিপ বলছে ভিন্ন কথা। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক জরিপে দেখা গেছে, ‘৮৬ শতাংশ দর্শক এখনও টেস্ট ক্রিকেটকে পছন্দ করে।’
ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার সময় এখন আর মানুষের নেই। টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবার পথে।’ আইসিসি চেয়ারম্যানের বক্তব্যের পরই একটি সমীক্ষা করে এমসিসি। একশ’টি দেশের ১৩ হাজার সমর্থককে নিয়ে সমীক্ষাটি করা হয়। সমীক্ষা শেষে দেখা গেছে, ৮৬ শতাংশ সমর্থকই বলেছেন, তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটেই প্রথম পছন্দ।
এর পরে আছে ওয়ানডে, টি-২০ ও ফ্র্যাঞ্চাইজি টি-২০ ঘরোয়া ক্রিকেট লিগ। এমসিসির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সমীক্ষায় দেখা গেছে, টেস্টের প্রতি আকর্ষণই সবচেয়ে বেশি দর্শকদের। আকর্ষণ কোনও নির্দিষ্ট দল বা কোনও বিশেষ বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ নয়।’
টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি দর্শকদের, তাই এই ফরম্যাটের ম্যাচের টিকিটের দাম কমানোর দাবিও করা হয়েছে। সমীক্ষায় দর্শকরা জানিয়েছে, ‘টেস্ট ম্যাচে টিকিটের দাম কমানো উচিত। টিকিট যাতে সহজে দর্শকদের কাছে পৌঁছায় সেটিও খেয়াল রাখতে হবে। পাশাপাশি অর্ধেক দিনের খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে, যাতে পরিবার নিয়ে অল্প কিছু সময়ের জন্যও মাঠে আসা যায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ