Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ক্রিকেটকে কলুষিত করেছে ভারত’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ৮:০১ পিএম

‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরো অবনতির কথা সবারই জানা। যতই দিন গড়াচ্ছে ততই এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিচ্ছে নতুন সব আলোচনা-সমালোচনা। ক্রিকেটও এর বাইরে নয়। এই যেমন শুক্রবার রাঁচির ঝারখন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাথায় সেনা টুপি পরে আবার আলোচনায় ভারতীয় ক্রিকেট দল।
ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা সেনা টুপি পরে মাঠে নেমেছিলেন। এর পেছনের উদ্দেশ্যও জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে পাকিস্তানের সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী মনে করছেন, সেনা টুপি পরে মাঠে নেমে ক্রিকেটকে কলুষিত করেছে ভারত।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে বিসিসিআই লেখে, ‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের স্মরণে ভারতীয় দল সেনাদের টুপি পরে খেলবে। দেশের মানুষকে জাতীয় প্রতিরোধ তহবিলে অনুদান দিতে অনুপ্রাণিত করাও ভারতীয় দলের লক্ষ্য। এতে শহীদ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়া যাবে।’
তবে ক্রিকেট মাঠে সেনা টুপি পরে ক্রিকেটকে অপমান ও কলুষিত করা হয়েছে বলে মনে করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এই ঘটনায় পিসিবির প্রতিবাদের পাশাপাশি আইসিসি থেকেও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিদের সেনা টুপি পরা একটি ছবিসহ টুইটে ফাওয়াদ চৌধুরী মন্তব্য করেন, ‘“এটা শুধুমাত্র ক্রিকেটীয় কারণে নয়।” আমি আশা করছি ভদ্রলোকের খেলা ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে কলুষিত করার দায়ে আইসিসি ভারতের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেবে। যদি ভারতীয় ক্রিকেটাররা এমন করা বন্ধ না করে, তাহলে আমি বলবো পাকিস্তানেরও উচিৎ কালো ব্যান্ড পরে খেলতে নামা। যাতে করে কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বিশ্ববাসীকে জানানো যায়। আমি পিসিবিকে বলবো এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ করতে।’
যদিও এই সেনা টুপি ভারতীয় ক্রিকেটারদের উদ্দিপ্ত করতে পারেনি। ম্যাচটা ধোনি-কোহলিরা হেরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ