Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজে ফিরতে মরিয়া আহত বাংলাদেশ

শঙ্কামুক্ত তামিম, অনিশ্চিত মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৯:৫৯ পিএম

নিউজিল্যান্ড সফরে ওয়ানডের পর টেস্টেও বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আর ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমের অভাব টের পাওয়া গেছে বেশ ভালো ভাবেই। তবে এর মধ্যে কিছুটা ব্যাতিক্রম তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। রঙিন পোষাকে ব্যর্থতার গ-ি পেরিয়ে সাদা পোষাকে আলো ছড়িয়েছেন এই ব্যাটিং ত্রয়ী। হ্যামিল্টন টেস্টে স্বচ্ছন্দ ছিল তামিমের ব্যাট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও এই ওপেনার খেলেছেন ৭৪ রানের ঝলমলে ইনিংস। তার পর থেকে লড়াইয়ের রসদ জুগিয়ে গেছেন সৌম্য-রিয়াদ। নিউজিল্যান্ড পেস চতুষ্টয় ট্রেন্ট বোল্ড, টিম সাউদি, নিল ওয়াগনার, কলিন ডি গ্র্যান্ডহোমদের বেশ ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারী টপঅর্ডার। তবে প্রথম ইনিংসের ব্যর্থতার খেসারত দিয়ে রান পাহাড়ে চাপা পড়ে ম্যাচ হারতে হয়েছে ইনিংস ব্যবধানে।
সেই লজ্জা ঘুঁচিয়ে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে আজ (ভোর ৪ টায় শুরু হয়ে গেছে) ওয়েলিংটনে নেমেছে বাংলাদেশ। গতি, স্যুইং আর বাউন্সের সমন্বয়ে গড়া কিউই পেস আক্রমণ সামলে বেসিন রিজার্ভে কি পারবে ঘুরে দাঁড়াতে মাহমুদউল্লাহর দল? এই প্রশ্নটি আরো মোটা দাগে সামনে আসছে আরেকটি কারণে। তিন ম্যাচ সিরিজে টিকে থাকার এই লড়াইয়ে যে মুশফিককে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে! তবে স্বস্তির খবর অনুশীলনে চোট পেলেও ওয়েলিংটনে শতভাগ ফিটনেস নিয়ে খেলছেন দেশসেরা ওপেনার তামিম।
ওয়ানডে সিরিজের সময়ে চোট পান মুশফিক। আঙুল ও কবজির চোট নিয়ে হ্যামিল্টন টেস্ট খেলতে পারেননি মুশফিকুর রহিম। ইজুরিতে এখনো ভুগছেন মুশফিকুর রহিম। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত এ উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম।’
দ্বিতীয় টেস্ট খেলতে হ্যামিল্টন থেকে আগের দিন ওয়েলিংটন পৌঁছে বেসিন রিজার্ভের ম্যাচের জন্য প্রস্তুতিও সেরে নিয়েছে দল। আর সেখানেই মিললো মুশফিককে না পাওয়ার ইঙ্গিত। গতকাল নেটে ব্যাটিং অনুশীলন করতে নামেন মুশফিক। তাকে টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং অনুশীলন করানো হয়। টেনিস ও রাবার বলে খুব একটা সমস্যা না হলেও ক্রিকেট বল দিয়ে ব্যাটিং করার সময় এখনো কব্জিতে ব্যাথা অনুভব করছে। আর তাতেই মুশফিকের খেলা নিয়ে আশা-নিরাশার দোলাচলে কোচ, ‘আজ (গতকাল) মুশফিককে নেটে নেওয়া হয়েছিল। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করেছি। যখন আমরা ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করতে বলেছি তখন সে কিছুটা ব্যাথা অনুভব করেছে লিগামেন্ট এরিয়ায়। দ্বিতীয় টেস্টের জন্য তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ভালো খবর হচ্ছে সে তৃতীয় টেস্টের বিবেচনায় আছে। আশা করছি সেই পর্যন্ত সবকিছু ভালোভাবেই আগাবে।’ রোডস এই দুঃসংবাদ শোনানোর পর সুসংবাদও দিয়েছেন মুশফিকের চোট নিয়ে। তৃতীয় টেস্টের আগেই তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশায় বুক বেঁধেছেন রোডস, ‘সুসংবাদ হলো সে তৃতীয় টেস্টে ফেরার (দলে) পথেই আছে। আশা করি এই পথে আর কোনো সমস্যা হবে না।’
এদিকে, অনুশীলনে বেশী সময় কাটান নি তামিম। ব্যাটিং করেছেন হাতে গোনা কয়েক ওভার। তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মুশফিকের শঙ্কা থাকলেও বাকি সবার সাথে তামিমও ম্যাচ খেলার জন্য ফিট আছেন। রোডসের ভাষায়, ‘আজকে (গতকাল) তামিম হালকা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সেটা গুরুতর কিছু নয়। বেশ কিছু ওভার ব্যাটিং করেছে। তবে সে ভালো আছে। প্রথম টেস্টে সে অনেক ওভার ব্যাটিং করেছে আর দুইশ রানও (দুই ইনিংসে) করেছে। সে ঠিক আছে।’
এদিকে দ্বিতীয় টেস্টের একাদশ কেমন হবে সেটা নিয়ে এখনও কোন আলোচনা হয় নি। ম্যাচের আগে চূড়ান্ত অনুশীলন শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান রোডস, ‘এমনটা হয় মাঝে মাঝে। নিউজিল্যান্ডে আমরা মোটেও আদর্শ পরিস্থিতিতে নেই। তবে প্রথম ম্যাচে সৌম্যকে ভালো করতে দেখে ভালো লেগেছে। যদিও সে আমাদের ব্যাকআপ ব্যাটসম্যান ছিলো লিটনের সঙ্গে। দেখা যাক আজ (গতকাল) অনুশীলন শেষে সিদ্ধান্ত কেমন দাঁড়ায়।’

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ