Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:২০ পিএম

রাত পোহালেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (১৩ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায় ম্যাকলিন পার্ক নেপিয়ারে। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
নিউজিল্যান্ড সফর থেকে আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অনুপস্তিতি সিরিজ আরো চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। দেশ ছড়ার আগে তিনি এমনটাই জানিয়েছিলেন।
বিপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা আছেন ফর্মের তুঙ্গে। তাই এই সিরিজে তাই দুই দিক বিবেচনা করে একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে বিসিবির প্রধান নির্বাচকরা। কিউইদের উইকেটে যেহেতু পেসারদের সুবিধা বেশি, তাই সেখানে বোলিং আক্রমনটা শক্তিশালী করে মাঠে নামবে ম্যাশ বাহিনী। সেক্ষেত্রে একাদশে দেখা যাবে মাশরাফি ও মোন্তাফিজের সাথে সাইফউদ্দিন এবং রুবেল হোসেনকে। অপরদিকে সাকিব আল হাসান না থাকায় ব্যাটিং লাইন নিয়ে ভাবতে হচ্ছে টাইগারদের। মিডল অর্ডরে দেখা যাবে মাহামুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের সাথে সাব্বির এবং সাইফুউদ্দিন।

টাইগারদের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মাহামুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোন্তাফিজুর রহমান।



 

Show all comments
  • Nazmul huda khan ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:১৫ পিএম says : 0
    কোন ছাগলে বানাইছে ১০ জনের একাদশ। মাশরাফি আর মুশফিক কই?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ