নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সেন্ট লুসিয়া টেস্টে দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হলো না ইংল্যান্ডের। আগের দিনে ৪ উইকেটে করা ২৩১ রানের সঙ্গে ১ রান যোগ করতেই আউট আগের দিন ওয়েস্ট ইন্ডিজ পেসারদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো জস বাটলার। ৮ ওভার পর একই পথ ধরেন প্রথম দিনে তার সহনায়ক বেন স্টোকসও। এরপর জনি বেয়ারস্টো ও মইন আলির ব্যাটে তিন’শ পার করার স্বপ্ন দেখছিল ইংলিশরা।
প্রথম দিন টস হেরে ব্যাটে নেমে ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। ররি বার্নস ২৯, কিংটন জেনিংস ৮, জো ডেনলি ২০ ও অধিনায়ক জো রুট ১৫ রান করে ফেরেন। এরপর সফরকারীদের লড়াইয়ে ফেরান বাটলার ও স্টোকস। দুজনে মিলে গড়েন গড়েন অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি। কাল শুরুতেই গ্যাব্রিয়েলের বলে বোল্ড বাটলার (১২৭ বলে ৬৭)। খানিক বাদে স্টোকস (১৭৫ বলে ৭৯) আউট হন রোচের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান। ক্যারিবীয়দের হয়ে ২টি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও পল।
তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট এটি। ২-০তে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে উইন্ডিজ। ইংলিশদের লড়াইটা তাই ধবলধোলাই এড়ানোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।