Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্দিক ঝড়ে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪৬ পিএম

ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে ঝড় তুললেন হার্দিক পান্ডিয়া। আরেক প্রন্ত থেকে তাকে অভয় দিলেন আম্বাতি রাইডু। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ম ও শেষ ওয়ানডেতে ৩৫ রানে জিতেছে ভারতও। ৪৯.৫ ওভারে ভারতের করা ২৫২ রানের জবাবে ৪১,১ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় কিউইরা।
স্বাগতিকদের হয়ে কেউই ক্রিজে সেভাবে দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন নিশাম। বিশোর্ধো স্কোর আছে আরো চারটি। ভারতের হয়ে ৩ উইকেট নেন যোগেন্দ্র চাহাল। ২টি করে নেন পান্ডিয়া ও মোহাম্মদ শামি।
নারী বিদ্বেষী মন্তব্য করার কারণে লোকেশ রাহুলের সঙ্গে একেবারে একঘরে করে ফেলা হয়েছিল হার্দিক পান্ডিয়াকেও। শেষ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করে হার্দিক পান্ডিয়াকে ফেরানো হয়েছে ভারতীয় দলে। সেই পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও ২৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। যদিও আম্বাতি রাইডুর অবদানও কম ছিল না। ১১৩ বলে ৯০ রান করে আউট হন রাইডু। ২২ বলে ৫ ছক্কায় ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া।
তাকে নিয়ে যত বিতর্ক উঠেছিল সব কিছুর জবাব যেন তিনি দিয়ে দিলেন এই ব্যাটিং ঝড়েই। হার্দিক ‘বোমা’ বিস্ফোরনের আগে শুরুর ধাক্কা কাটিয়ে ভারতীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন আম্বতি রাইডু। ১৮ রানে ৪ উইকেট পড়ার পর রাইডু আর বিজয় শঙ্করের ব্যাটেই ঘুরে দাঁড়ায় ভারত।

রাইডু বড়ো ইনিংস খেললেও দশ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না তিনি। ১১৩ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৯০ রান করে আউট হন তিনি। পঞ্চম উইকেটে তরুণ অল-রাউন্ডার বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন তিনি।

অল-রাউন্ডার বিজয়ও দারুণ ধৈয্যের পরীক্ষা দেন। ওপেনিং থেকে ভারতের মিডল অর্ডারে যখন ব্যাটিং ধ্বস, তখন উইকেট ধরে রেখে নিয়ন্ত্রিত ব্যাটিং করলেন বিজয়। ৬৪ বলে ৪৫ রানে ধৈর্য্যশীল ইনিংস খেলে ভারতের মান বাঁচান তিনি। তবে রাইডুর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ৪৫ রানে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় বিজয়কে।

আড়াইশ’ পার হলেও ভারত কিন্তু অলআউট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার এক বল আগে ২৫২ রানে ইনিংস শেষ হয়ে যায় রোহিত শর্মাদের। কিউই পেসার ম্যাট হেনরি ৩৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নিলেন ৩ উইকেট। জিমি নিশাম নেন ১ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ