নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সবকিছু ঠিক থাকলে আগামী তিন বছরের মধ্যেই পূর্বাচলে আধুনিক স্টেডিয়াম পাচ্ছে দেশের ক্রিকেট। বেশ কিছুদিন আগে সরকারের কাছ থেকে পূর্বাচলে প্রায় ৪০ একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই গুঞ্জন ছিল সেখানে দেশের সর্বাধুনিক স্টেডিয়াম হবে। তবে স্টেডিয়ামটি কতটা আধুনিক হবে, এর দর্শক ধারণ ক্ষমতা কত হতে পারে, বা স্টেডিয়াম সংলগ্ন ইনডোর, সুইমিং পুল ও জিমসহ কি কি সুযোগ-সুবিধা থাকছে, তা কারো জানা ছিল না। যা শনিবার জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি। তিনি জানান, রীতিমত মহাযজ্ঞ হচ্ছে পূর্বাচলে। বলার অপেক্ষা রাখেনা, পূর্বাচলে পূর্ণাঙ্গ ও আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য সরকার নাম মাত্র মূল্যে (মাত্র ১০ লাখ টাকায়) ৩৭.৪৯ একর জমি দিয়েছে বিসিবিকে। এজন্য আগেই ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান। শনিবার ফের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি। পাপন বলেন,‘ আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি মাত্র ১০ লাখ টাকায়। যে কারণে বোর্ড মিটিংয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আজ (শনিবার) আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
পূর্বাচলে পুরো স্টেডিয়ামের নির্মাণ শৈলি কেমন হবে, দর্শক ধারণ ক্ষমতা কত থাকবে এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা কি কি থাকতে পারে। মিডিয়ার এমন সব প্রশ্নের উত্তরে পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি পূর্বাচলের স্টেডিয়ামের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দেব। সেটা মূলত: স্টেডিয়ামের নকশা এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বিসিবির লোক তো থাকবেই, এছাড়া বাইরের থেকেও বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করব এই কমিটিতে।’
বিসিবি সভাপতি জানান, আগামী তিন বছরের মধ্যে পূর্বাচলের স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ করতে চান তিনি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘পুরো কাজটা করবে বিসিবি। আমরা নিজ খরচে নিজেরাই আমাদের মত করে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটার ক্যাপাসিটি বেশি হবে এবং ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি একটা আইকনিক কিছু করব। দর্শক ধারণ ক্ষমতা, নুন্যতম ৫০ হাজার হবে। তার বেশিও হতে পারে। স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল, জিমনেশিয়াম- যা যা লাগে সবই নির্মাণ করা হবে।’
পূর্বাচলে স্টেডিয়ামের পাশাপশি পাঁচ তারকা মানের একটি হোটেল নির্মাণ করার ইচ্ছেও রয়েছে বিসিবি’র। এই হোটেল কি বিসিবির খরচেই নির্মাণ হবে? এমন প্রশ্নর উত্তরে পাপন বলেন, ‘নাহ। আমাদের আওতায় থাকবে হোটলটি। তবে হোটেল আমরা বানাচ্ছি না। আগে স্টেডিয়াম নিয়ে কাজ করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।