Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজ-ইংল্যান্ড অ্যান্টিগা টেস্ট ডাক পেলেন টমাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৮:০১ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডান-হাতি পেসার ওশানে টমাস। প্রথম টেস্টে স্ট্যান্ড বাই থাকলেও আ্যান্টিগা ম্যাচে টমাসকে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
উইন্ডিজ প্রধান নির্বাচক কর্টনি ব্রাউন বলেন, ‘বার্বাডোজ টেস্টে দলে ছিলেন না টমাস। তবে তাকে তৈরি রাখা হয়েছিলো। কিন্তু অ্যান্টিগা টেস্টের দলে তাকে নেয়া হলো। দলের পেস অ্যাটাকের শক্তি বাড়াতেই আমরা টমাসকে দলে নিয়েছি। প্রথম টেস্টে দলের পারফরমেন্সে আমরা খুবই খুশী। আশা করি দ্বিতীয় টেস্টেও দল ভালো করবে।’
ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চিনিয়েছেন দ্রুত গতির বোলার টমাস। রঙ্গীন পোশাকে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। চারটি ওয়ানডে ও ছয়টি টি-২০।
ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শেন ডাউরিচ, শ্যানন গাব্রিয়েল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কেমার রোচ, ওশানে টমাস ও জোমেল ওয়ারিকান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ