Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোবার্টে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৫:৪৫ পিএম | আপডেট : ৫:৪৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০১৯

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সরাসরি খেলতে হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হতো বাংলাদেশকে। বাংলাদেশ সেটা করতে পারেনি। সুপার ১২ খেলতে হলে বাংলাদেশকে এখন তাই প্রাথমিক পর্ব পেরিয়েই আসতে হবে। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাইং রাউন্ড পার হতে হয়েছিল বাংলাদেশকে। তবে আগের দুবার লক্ষ্যটা ছিল সুপার টেনে থাকার।
প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হবে হোবার্টে। টুর্নামেন্ট যাত্রা শুরু হবে আগামী বছরের ১৮ অক্টোবর। ১৯ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে, বেলেরিভ ওভালে। এই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা তিন দলের বিপক্ষে। একই পর্বে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হবে বাছাই পেরিয়ে আসা অন্য তিন দল। জিলংয়ে এই গ্রুপের খেলা দিয়েই শুরু হবে টুর্নামেন্ট।
১৯ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায়। এই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর সন্ধ্যা সাতটায়। গ্রুপের সেরা হয়ে সুপার ১২তে উঠে আসতে পারলে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সে ক্ষেত্রে বাংলাদেশের সুপার ১২ শুরু হবে ২৬ অক্টোবর।
প্রথম রাউন্ডের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভে। ১১ নভেম্বর প্রথম সেমি-ফাইনাল হবে সিডনিতে, পরের দিন দ্বিতীয় সেমি-ফাইনাল অ্যাডিলেইডে। ১৫ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে টুর্নামেন্টের মোট ৪৫টি ম্যাচ। হোবার্ট, জিলং, সিডনি, অ্যাডিলেইড, মেলবোর্ন ছাড়াও খেলা হবে পার্থ ও ব্রিজবেনে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি হবে সপ্তম আসর। আগে নাম ওয়ার্ল্ড টি-টোয়েন্টি হলেও এই আসর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নামেই পরিচিত হবে টুর্নামেন্ট। এছাড়াও আগে দুই বছর অন্তর টুর্নামেন্ট হলেও নিয়ম বদলে এবার হচ্ছে চার বছর পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ