Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৫:০৬ পিএম | আপডেট : ৬:০৯ পিএম, ২২ ডিসেম্বর, ২০১৮

সিরিজে প্রথমবারের মতো টস জিতলেন সাকিব আল হাসান। এবার আর শিশিরের মধ্যে বোলিংয়ের চ্যালেঞ্জ না নিতে বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়।

টানা তিন ম্যাচ একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। সিরিজে কোনো ম্যাচ খেলা হলো না রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপুর।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।

টেস্ট ওয়ানডেতে জয়ের পর প্রথমবারের মতো কোনো দলকে সিরিজে তিন সংস্করণে হারানোর আশায় মাঠে নামছে বাংলাদেশ। তাদের বিপক্ষে হারের চক্র ভাঙতে শতভাগের বেশি দিয়ে খেলার কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ