Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিয়া বাংলাদেশের সামনে উজ্জ্বীবিত উইন্ডিজ

অতি সাহসের বদলে বুদ্ধি খাটানোর তাগিদ সৌম্যর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

টেস্টে হোয়াইটওয়াশড, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হার সেই ওয়েস্ট ইন্ডিজই টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ালো স্বমহিমায়। ছোট ফরম্যাটে ক্যারিবীয়রা বরাবরই ভয়ঙ্কর। তাইতো সিলেটে সিরিজের প্রথম টি-২০ ৮ উইকেটে জিতে নিয়েছে সফরকারীরা। সাকিব আল হাসানদের দেয়া ১৩০ রানের লক্ষ্য ৫৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সক্ষমতার বীপরিতে জয়ের ব্যবধানটিও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বালাদেশের ¤্রয়িমানতা। আজ মিরপুরে সিরিজে ফেরার ম্যাচ স্বাগতিকদের। বাঁচা-মরার ম্যাচে তিন বিভাগেই উন্নতিতে মনোযোগ দিচ্ছে স্টিভ রোডসের শিষ্যরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বিকেল পাঁচটায়।
টেস্ট, ওয়ানডের পর টি-২০ সিরিজ জিতে এই প্রথম কোন প্রতিপক্ষের কাছ থেকে তিন সিরিজের শিরোপাউল্লাসের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম টি-২০ হেরে ব্যাকফুটে থাকা দলটির এমনিতেই মরিয়া। সিলেটে একের পর এক শর্ট বলে হুড়মুড়িয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। তবে শর্ট বলে ঠেকাতে গিয়ে কাবু হননি কেউ, বরং তেড়েফুঁড়ে মারতে গিয়েই হয়েছে গড়বড়। সেই ম্যাচে ¯্রােতের বীপরিতে একাই লড়েছেন সাকিব। তবে কোথায় টি-২০ অধিনায়ক! গতকাল এক নজর দেখা মিললেও করেন নি অনুশীলন। সংবাদ সম্মেলনেও অসেননি দেশসেরা এই অলরাউন্ডার। তার বদলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোম্য সরকার জানালেন, সিরিজ বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত তারা।
সেটি করতে হলে সতীর্থদের দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি খাটিয়ে খেলার তাগিদ দিয়েছেন এই ওপেনার। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, আগের ম্যাচের ভুলগুলো না করলে জেতা সম্ভব হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে, ‘প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছি আমরা। চেষ্টা করব দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে আমরা ভালো করবো।’
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫৫ বল বাকি থাকতে। সেই হারের ব্যবচ্ছেদ করলেন সৌম্য, ‘ওরা এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলার। হয়তো বুদ্ধির কোনো ঘাটতি ছিল। আমরা শুরুতে চড়াও হতে চেয়েছিলাম। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার সতর্ক থেকে সামলাতাম, তাহলে শেষের দিকে রান কাভার করে ফেলতে পারতাম। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় মাঝখানে একটু মন্থর ব্যাটিং করতে হয়েছিল। পরের ম্যাচে শুরুতে পেসারদের একটু দেখেশুনে খেলতে হবে। একই সঙ্গে পাওয়ার প্লেটাও ভালোভাবে ব্যবহার করতে হবে। উইকেট যদি হাতে রাখতে পারি, তাহলে শেষ দিকেও ভালো করা যাবে।’
দলের ১২৯ রানের ৬১ রান এসেছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে। তেমন কোনো সঙ্গী পাননি অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ঝড় তুলেছিলেন শেই হোপ। এগিয়ে এসেছিলেন অন্য ব্যাটসম্যানরাও। সৌম্য মনে করেন, এই পর্যায়ে একজনের পক্ষে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া খুব কঠিন, ‘সাকিব ভাই একা টেনে নিয়ে গেছিলেন দলকে। তার সাথে যদি আমাদের আরেকজন রান করত তাহলে ১২৯ এর জায়গায় রান ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্য রকম হতে পারত। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকত। হোপ ওদের হয়ে অনেক ভালো ব্যাট করেছে। পাওয়ার প্লেতে অনেক রান করেছে ওরা। আমরা যদি সেখানে ডট বলের সংখ্যা বেশি বাড়াতে পারতাম, তাহলে হয়তো খেলাটা আরেকটু দূর পর্যন্ত যেত।’
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঝাঁজ বেশ ভালোভাবেই টের পেয়েছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে হলে ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ