Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে ফিরলেন তাসকিন

বিসিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বৃষ্টির বাধায় সপ্তম বিসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম দিনের খেলা মাঠে গড়ানো তো দূরে থাক টসই হতে পারেনি। দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির উৎপাত। এজন্য বগুড়ায় খেলা হয়েছে ৬৭ ওভার। তা থেকে দক্ষিণাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান। রাজশাহীর অবস্থা ছিল আরো খারাপ। বৃষ্টির পর বাজে আউটফিল্ড ও শেষ বিকেলে আলোকস্বল্পনতার কারণে সেখানে হয়েছে মাত্র ৩১.৪ ওভারের খেলা। তাতেই মধ্যাঞ্চলের বিপক্ষে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে উত্তরাঞ্চল।
শহীদ চান্দু স্টেডিয়ামে ভালো শুরু করেও ইনিংস টেনে লম্বা করতে পারেননি রনি তালুকদার, ইমরুল কায়েস ও মোহাম্মাদ আশরাফুল। দুই অস্ক স্পর্শ করার আগেই ফেরন মুমিনুল হক। মাহমুদুল হাসানকে নিয়ে বড় সংগ্রহের দিকে হাঁটছেন ৭০ রানে অপরাজিত থাকা ইয়াসির আলি। তবে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের নরম পিচ কথা বলছে বোলারদের হয়ে। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ৮ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট। জাতীয় দলের বাইরে থাকা তাসকিনের গত ৮ মাসে এটি তৃতীয় ম্যাচ।
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩১.৪ ওভারে ৯২/৫(মিজানুর ১৯, জুনায়েদ ৩৫, ফরহাদ হোসেন ০, নাঈম ২৯*, সাব্বির ৬, সাকলাইন ১*; তাসকিন ২/২৮, শহিদুল ১/২৯, রবিউল ০/১১, সানি ১/২১, শুভাগত ১/১, মোশাররফ ০/৩৬, তাইবুর ০/১৭)।
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল, বগুড়া
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২০৪/৪ (রনি ৪০, ইমরুল ৩৭, মুমিনুল ৩, ইয়াসির ৭০*, আশরাফুল ৩৭, মাহমুদুল ১৩*; শফিউল ০/৫২, আল আমিন ১/২০, রাব্বি ০/২৫, রাজ্জাক ১/৫৬, মেহেদি ২/৪৭)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ