Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশীলনই করেননি সাকিব

মেজাজ হারানোর শাস্তি পেলেন অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগের দিন পায়ে পেলেন চোট। সেদিন আর অনুশীলনই করতে পারেননি। সংশয় ছিল পরের দিন ম্যাচটা খেলবেন কি না। ম্যাচ খেলেছেন, দলের ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন। কিন্তু দল হেরেছে বাজেভাবে। আম্পায়ারের সিদ্ধান্তে একমত না হওয়া ও তাঁদের সঙ্গে ‘তর্কে’ জড়িয়ে জরিমানাও গুনেছেন।
সিলেটে বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে একটি বল ওয়াইড আশা করেছিলেন সাকিব। আম্পায়ার সেটা ওয়াইড না দেওয়ায় প্রথমে চিৎকার করেন সে সময় স্ট্রাইকে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। পরে আম্পায়ারের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে দোষ স্বীকার করে নেন সাকিব। মেনে নেন ম্যাচ রেফারি জেফ ক্রোর তাকে দেওয়া শাস্তি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার একই সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। ২০১৬ সালে ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। শ্রীলঙ্কায় গত মার্চে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। আজ আবার আরেক খবর।
সাকিব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন, তবে অনুশীলনই করলেন না। খানিকক্ষণ থেকে চলে গেলেন টিম হোটেলে। সাকিব কেন অনুশীলন করেননি? দলীয় সূত্র জানা গেল, জ্বরে ভুগছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। জ্বরটা কী ধরনের, সেটি ব্যাখ্যা দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ফ্লু না, সর্দি-কাশি কিছু নেই। শুধু গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তাপটা কমে কি না। না কমলে ওষুধ খাবে।’
সিলেটে রীতি মেনে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে আসার কথা ছিল সাকিবের। সেদিন চোট পাওয়ায় মেজাজটা এতটা খারাপ হয়েছিল, বাঁহাতি অলরাউন্ডার সংবাদ সম্মেলনেই আসেননি, পাঠিয়েছিলেন কোচ স্টিভ রোডসকে। ম্যাচ হারের পর সাধারণত অধিনায়কেরা আসেন। এ দিনও সাকিব আসেননি। সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ জানতে চাওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বলেছিলেন, ‘বাকি ব্যাটসম্যানদের জিজ্ঞেস করুন কেন তারা ভালো ব্যাট করতে পারল না।’
গতকাল আবার সাকিব আসেননি সংবাদ সম্মেলনে। অধিনায়ক কেন সংবাদ সম্মেলন এড়িয়ে চলছেন, সেটির উত্তরে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেছেন, ‘কারণ তো নেই, এখানে মেটার অব চয়েস, সামনে হয়তো আসবে।’ পরে জানা গেল, আজ সংবাদ সম্মেলনে না আসার আসল কারণ, শরীরটা ভালো নেই বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ