Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটিপতি উনাদকাট, চক্রবর্তী : ৬০ খেলোয়াড়ের মুল্য ১০৭ কোটি!

আইপএল নিলাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গতপরশু ভারতের জয়পুরে শেষ হয়ে গেল আইপিএলের দ্বাদশ আসরের নিলাম। যেখানে আটটি ফ্র্যাঞ্চাইজি ১০৬.৮ কোটি রূপি খরচ করে ৬০ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। তার মধ্যে ৪০ জন ভারতীয় ক্রিকেটার। আর ২০ জন বিদেশি। গড়ে প্রত্যেক খেলোয়াড়ের পেছনে খরচ হয়েছে ১.৭৮ কোটি রূপি।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন জয়দেব উনাকাত ও নবাগত বরুণ চক্রবর্তী। তাদের দুজনের মূল্য ৮.৪ কোটি রূপি। উনাকাতকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আর বরুণকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছেন স্যাম কুরান। ৭.২ কোটি রূপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। বিদেশিদের তালিকায় ৬.৪ কোটি রূপি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কলিন ইনগ্রাম। ৩৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।
অবিক্রিত থেকেছেন এমন বড় বড় নামের মধ্যে আছে চেতেশ্বর পূজারা, ব্রেন্ডান ম্যাককালাম, আলেক্স হেলস, জ্যাসন হোল্ডার, লুক রনকি ও ডেল স্টেইন। প্রথম রাউন্ডে যুবরাজ সিং ও মার্টিন গাপটিল দল না পেলেও পরের রাউন্ডে পেয়েছেন। ভিত্তিমূলে (১ কোটি রূপি) যুবরাজকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর ১ কোটি রূপিতে গাপটিলকে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
এই যুবরাজই ২০১৪ সালে ১৪ কোটি রূপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন। পরের বছর ১৬ কোটি রূপিতে তাকে দলে টেনেছিল দিল্লি ডেয়ার ডেভিলস। ২০১৬ সালে ৭কোটি রূপিতে তিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৭ সালে তাকে ধরে রেখেছিল হায়দরাবাদ। ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে খেলেছিলেন ২ কোটি রূপিতে। আর এবার? প্রথম রাউন্ডে ছিলেন অবিক্রিত। পরের রাউন্ডে এসে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ১ কোটি রূপিতে কিনে নেয়।
গেল বছরের সবচেয়ে দামি খেলোয়াড় জয়দেব উনাদকাট এবারও আছেন সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায়। এবার অবশ্য তার পাশে আছেন আরো একজন। গেল বছর উনাদকাটকে রাজস্থান রয়্যালস ১১.৫ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল। এবার তাকে ছেড়ে দিয়ে আবার ৮.৪ কোটিতে দলে টেনেছে দলটি। নিলামে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছেন বরুণ চক্রবর্তী। অচেনা এই রহস্যময় স্পিনারকে ৮.৪ কোটি রূপিতে দলে টেনেছে পাঞ্জাব। বরুণের বলে সাত ধরনের ভেরিয়েশন আছে বলে শোনা যাচ্ছে। তাদের পাশাপাশি ভারতীয়দের মধ্যে অলরাউন্ডার শিভাম দুবে ৫ কোটি রূপিতে যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। ৫ কোটির ঘরে আরো আছেন মোহিত শর্মা (চেন্নাই), অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস) ও কার্লোস ব্রাফেট (কোলকাতা নাইট রাইডার্স)।
নিলামে ৭০ জন খেলোয়াড়ের ¯øট খালি ছিল। তার মধ্যে ৫০ জন ভারতীয় ও ২০ জন বিদেশি। কিংস ইলেভেন পাঞ্জাব সবচেয়ে বেশি বাজেট নিয়ে নিলামে এসেছিল (৩৬.২০ কোটি রূপি)। তারা তাদের ২০১৮ সালের স্কোয়াড থেকে ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল। সে কারণে তাদের ১৫টি ¯øট ছিল খেলোয়াড় কেনার। আর সবচেয়ে কম বাজেট ছিল চেন্নাই সুপার কিংস (৮.৪ কোটি রূপি)। তারা তাদের উইনিং স্কোয়াড থেকে মাত্র ২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল।
দল গোছানো শেষ। এবার ময়দানি লড়াইয়ের পালা। সেটা দেখতে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত।
নিলাম থেকে দলে যারা :
১। দিল্লি ক্যাপিটালস : আক্সার প্যাটেল (অলরাউন্ডার, ৫ কোটি), হনুমা বিহারি (ব্যাটসম্যান, ২ কোটি), ইশান্ত শর্মা (বোলার, ১ কোটি ১০ লাখ), অঙ্কুশ বাইনস (উইকেটরক্ষক, ২০ লাখ), কলিন ইনগ্রাম (ব্যাটসম্যান, ৬ কোটি ৪০ লাখ), নাথু সিং (বোলার, ২০ লাখ), শেরফানে রাদারফোর্ড (অলরাউন্ডার, ২ কোটি), কেমো পল (অলরাউন্ডার, ৫০ লাখ), জালাজ সাক্সেনা (অলরাউন্ডার, ২০ লাখ), বানদারু আয়াপ্পা (বোলার, ২০ লাখ)
২। কিংস ইলিভেন পাঞ্জাব : মোহাম্মদ শামি (বোলার, ৪ কোটি ৮০ লাখ), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ৪ কোটি ২০ লাখ), মইসেস হেনরি (অলরাউন্ডার, ১ কোটি), সরফরাজ খান (অলরাউন্ডার, ২৫ লাখ), বরুন চক্রবর্তী (অলরাউন্ডার, ৮ কোটি ৪০ লাখ), স্যাম কুরান (অলরাউন্ডার, ৭ কোটি ২০ লাখ), হারদুস ভিলজোনে (বোলার, ৭৫ লাখ), আর্শদীপ সিং (বোলার, ২০ লাখ), দর্শন নালকান্দে (অলরাউন্ডার, ৩০ লাখ), প্রাভসিমরান সিং (উইকেটরক্ষক, ৪ কোটি ৮০ লাখ), অগ্নিভেস আয়াচি (অলরাউন্ডার, ২০ লাখ), হারপ্রিত বারার (অলরাউন্ডার, ২০ লাখ), মুরুগান অশ্বিন (বোলার, ২০ লাখ)
৩। কলকাতা নাইট রাইডার্স : কার্লোস ব্রাফেট (অলরাউন্ডার, ৫ কোটি), লুকি ফার্গুসন (বোলার, ১ কোটি ৬০ লাখ), আনরিচ নরতজে (বোলার, ২ কোটি), হ্যারি গার্নি (বোলার, ৭৫ লাখ), নিখিল শংকর (উইকেটরক্ষক, ২০ লাখ), পৃথ্বিভী রাজ (বোলার, ২০ লাখ), জো ডেনলি (ব্যাটসম্যান, ১ কোটি), শ্রীকান্ত মুনধে (অলরাউন্ডার, ২০ লাখ)
৪। মুম্বাই ইন্ডয়ান্স : লাসিথ মালিঙ্গা (বোলার, ২ কোটি), আমোলপ্রিত সিং (ব্যাটসম্যান, ৮০ লাখ), বারিন্দার সিং (বোলার, ৩ কোটি ৪০ লাখ), পঙ্কজ জাসওয়াল (অলরাউন্ডার, ২০ লাখ), রাশিখ দার (বোলার, ২০ লাখ), যুবরাজ সিং (অলরাউন্ডার, ১ কোটি)
৫। রাজস্থান রয়্যালস : জয়দেব উনাদকাট (বোলার, ৮ কোটি ৪০ লাখ), বরুন অ্যারন (বোলার, ২ কোটি ৪০ লাখ), ওশানে থমাস (বোলার, ১ কোটি ১০ লাখ), শশাঙ্ক সিং (অলরাউন্ডার, ৩০ লাখ), লিয়াম লিভিংস্টোন (অলরাউন্ডার, ৫০ লাখ), সুভাম রঞ্জন (অলরাউন্ডার, ২০ লাখ), মানান ভোরা (ব্যাটসম্যান, ২০ লাখ), রিয়ার পরাগ (অলরাউন্ডার, ২০ লাখ), অ্যাস্টন টার্নার (অলরাউন্ডার, ৫০ লাখ)
৬। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : শিমরন হেটমেয়ার (ব্যাটসম্যান, ৪ কোটি ২০ লাখ), গুরকীরাত সিং মান (অলরাউন্ডার, ৫০ লাখ), দেভদুত পাডিকাল (ব্যাটসম্যান, ২০ লাখ), শিভাম দুবে (অলরাউন্ডার, ৫ কোটি), হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক, ৫০ লাখ), হিম্মত সিং (ব্যাটসম্যান, ৬৫ লাখ), মিলিন্দ কুমার (অলরাউন্ডার, ২০ লাখ), প্রয়াস রায় বর্মন (অলরাউন্ডার, ১ কোটি ৫০ লাখ), আকাশদীপ নাথ (অলরাউন্ডার, ৩ কোটি ৬০ লাখ)
৭। সানরাইজার্স হায়দরাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক, ২ কোটি ২০ লাখ), রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক, ১ কোটি ২০ লাখ), মারটিন গাপটিল (ব্যাটসম্যান, ১ কোটি)
৮। চেন্নাই সুপার কিংস : মোহিত শর্মা (বোলার, ৫ কোটি), গুটুরাজ গাইওয়াদ (ব্যাটসম্যান, ২০ লাখ)

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ