Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নিরুত্তাপ ম্যাচের উত্তাপ অন সাইডের ৬ ফিল্ডার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

নিরুত্তাপ শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে একটি ঘটনা উত্তাপ ছাড়িয়েছে ম্যাচের পরও। রভম্যান পাওয়েল যখন আউট হলেন, অন সাইডে তখন বাংলাদেশ রেখেছে ৬ ফিল্ডার। আইন অনুযায়ী হওয়ার কথা নো বল। কিন্তু সেটি খেয়াল করেননি আম্পায়াররা!
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৬তম ওভার। মেহেদী হাসান মিরাজের বলে কট বিহাইন্ড হন পাওয়েল। আউট হয়ে হাঁটাও শুরু করেছিলেন। সে সময়ই বাইরে থেকে মাঠে ঢোকেন বদলি ফিল্ডার কার্লোস ব্র্যাফেট। আম্পায়ারদের সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলতে দেখা যায় তাকে। ছড়ায় বেশ উত্তেজনা। আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি। মাঠ ছাড়েন পাওয়েল।
আইন অনুযায়ী, অন সাইডে ৫ জনের বেশি ফিল্ডার থাকলে সেটি হবে নো বল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাওয়েল জানালেন, তাদের আপত্তির জায়গা ছিল সেখানেই, ‘পরিস্থিতি এমন ছিল যে লেগ সাইডে ছয়জন ফিল্ডার রেখেছিল বাংলাদেশ। তাতে সেটি নো বল হওয়ার কথা। এটা বেশ হতাশার যে লেগ সাইডে ৬ জন ফিল্ডার রেখে ৬-৭টি বল খেলা হয়ে গেল, কিন্তু আম্পায়াররা বুঝতে পারলেন না। এটা মানবিক ভুল, মাঝেমধ্যে মেনে নিতেই হয়।’
পাওয়েল অবশ্য জানালেন, তিনি নিজেও বুঝতে পারেননি এটি। ব্র্যাফেট বলার পরই কেবল জানতে পেরেছিলেন, ‘এভাবে তো কেউই আউট হতে চায় না। হয়তো এজন্যই কার্লোস (ব্র্যাফেট) মাঠে এসেছিল। সত্যি বলতে, আমি কিংবা শেই হোপ (উইকেটে পাওয়েলের সঙ্গী) আমরা কেউই এটি খেয়াল করিনি। আমরা জুটি গড়ায় মন দিতে চাচ্ছিলাম।’
বোলার মেহেদী হাসান মিরাজও বললেন, ভুল করেই অমনটি হয়েছিল, ‘ক্রিকেট খেলায় ভুল হয়ই। অফে তিনটা, লেগে ছয়টা ফিল্ডার থাকলে নো হয়। আমরা কেউই লক্ষ্য করিনি। আম্পায়ারও খেয়াল করেনি, আমরাও কেউ খেয়াল করিনি। ব্র্যাথওয়েট এসে যখন আম্পায়ারকে বলেছিল তখন প্রায় সব কিছু হয়েই গেছে।’
বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও জানালেন, ব্যাপারটি ইচ্ছাকৃত ছিল না, ‘আমরা সবাই জানি ৬-৩ থাকলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, মিরাজ যেভাবে বোলিং করছিল, ব্যাটসম্যানকে আউট করার জন্য ফিল্ডিং ক্লোজ করতে করতে অন সাইডে ৬ জন হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার যেহেতু আগেই ডিসিশান দিয়েছে, কাজেই সেটাই থেকে গেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ