Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের জন্য বাংলাদেশের চাই ১৯৬

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৫:২৩ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে জ্বলে উঠলেন মাশরাফি, স্লগ ওভারে আবারো বিধ্বংসী রুপে দেখা দিলেন মুস্তাফিজ, মিরাজ-রুবেল-সাকিবরাও করলেন নিয়ন্ত্রিত বোলিং। ক্যাচ মহড়ার মাঝেও তাই ওয়েস্ট ইন্ডিজকে দুইশ রানের মধ্যে বেঁধে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়াডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে কোন সময়ই স্বস্তিতে ছিল না ক্যারিবীয়রা। অধিকাংশ ব্যাটসম্যানই শুরু করেও ক্রিজে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার শাই হোপ। অন্য দুটি ত্রিশোর্ধো ইনিংস রস্টন চেস ও কিমো পলের। তিন উইকেট নিয়ে টপ অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন মাশরাফি। লোয়ার অর্ডারে তিন উইকেট নিয়ে সংগ্রহটা বাড়তে দেননি মুস্তাফিজ। দারুণ বোলিংয়ে একটি করে উইকেট নেন মিরাজ ও সাকিব। উইকেট পেয়েছেন রুবেলও। তবে তিনি ছিলেন একটু খরুচে। ১০ ওভারে দেন ৬১ রান।

স্কোর কার্ড
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ১ম ওয়ানডে
মিরপুর, টস : ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজ ইনিংস রান বল ৪ ৬
কাইরন ক রুবেল ব সাকিব ১০ ২৭ ১ ০
হোপ ক মিরাজ ব মাশরাফি ৪৩ ৫৯ ৩ ০
ব্রাভো ক তামিম ব মাশরাফি ১৯ ৫১ ১ ০
স্যামুয়েলস ক লিটন ব রুবেল ২৫ ৪৮ ২ ০
হেটমায়ার বোল্ড মিরাজ ৬ ১৩ ০ ০
রোভম্যান ক লিটন ব মাশরাফি ১৪ ২৫ ১ ০
চেস ক মিরাজ ব মুস্তাফিজ ৩২ ২৫ ১ ১
পল ক মিরাজ ব মুস্তাফিজ ৩৬ ২৮ ১ ২
রোচ অপরাজিত ৫ ৮ ০ ০
বিশু ক এন্ড ব মুস্তাফিজ ০ ১ ০ ০
থমাস অপরাজিত ০ ২ ০ ০
অতিরিক্ত (লেবা ৩, ও ২) ৫
মোট (৯ উইকট, ৫০ ওভার) ১৯৫
উইকেট পতন : ১-২৯ (কাইরন), ২-৬৫ (ব্রাভো), ৩-৭৮ (হোপ), ৪-৯৩ (হেটমায়ার), ৫-১১৯ (রোভম্যান), ৬-১২৭ (স্যামুয়েলস), ৭-১৭৮ (চেস), ৮-১৯৪ (পল), ৯-১৯৫ (বিশু)।
বোলিং : মিরাজ ১০-০-৩০-১, সাকিব ১০-০-৩৬-১, মুস্তাফিজ ১০-০-৩৫-৩, মাশরাফি ১০-০-৩০-৩, রুবেল ১০-০-৬১-১।
(অসমাপ্ত)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ