নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে জ্বলে উঠলেন মাশরাফি, স্লগ ওভারে আবারো বিধ্বংসী রুপে দেখা দিলেন মুস্তাফিজ, মিরাজ-রুবেল-সাকিবরাও করলেন নিয়ন্ত্রিত বোলিং। ক্যাচ মহড়ার মাঝেও তাই ওয়েস্ট ইন্ডিজকে দুইশ রানের মধ্যে বেঁধে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়াডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে কোন সময়ই স্বস্তিতে ছিল না ক্যারিবীয়রা। অধিকাংশ ব্যাটসম্যানই শুরু করেও ক্রিজে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার শাই হোপ। অন্য দুটি ত্রিশোর্ধো ইনিংস রস্টন চেইস ও কিমো পলের। তিন উইকেট নিয়ে টপ অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন মাশরাফি। লোয়ার অর্ডারে তিন উইকেট নিয়ে সংগ্রহটা বাড়তে দেননি মুস্তাফিজ। দারুণ বোলিংয়ে একটি করে উইকেট নেন মিরাজ ও সাকিব। উইকেট পেয়েছেন রুবেলও। তবে তিনি ছিলেন একটু খরুচে। ১০ ওভারে দেন ৬১ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।