নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। আর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল।
বাংলাদেশের একাদশে ৫টি পরিবর্তন এসেছে। অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষের ওয়ানডে সিরিজে থাকা একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
ওপেনিং নিয়ে মধুর সমস্যায় ছিল বাংলাদেশ। তামিমের সাথে ওপেন করবেন লিটন দাস। তিন নম্বরে থাকছেন ইমরুল কায়েস। তারপরই থাকছেন সৌম্য সরকার। আর বোলিংয়ে ৩ পেসার নিয়ে নামার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন মাশরাফি। এই বিভাগে মাশরাফি ও মোস্তাফিজের সাথে থাকছেন রুবেল। আর স্পিন আক্রমণে আছেন মিরাজ ও সাকিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।