Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ইনিংস জয়ের গৌরব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৩:০৩ পিএম

শিমরন হেটমায়ার বালির বাঁধ হয়ে ছিলেন। কিন্তু তার প্রতিরোধ বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে ,সেটি বোঝা যাচ্ছিল দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই। বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করছিলেন একের পর এক ক্যারিবীয় ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও নাঈম হাসান—স্বস্তি দেননি কেউই। স্পিন বিষে বিবশ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত আত্মসমর্পণই করলেন। প্রথম ইনিংসে ১১১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ শেষ ২১৩ রানে। মিরপুর টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হেরে সিরিজ শেষ করল তারা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৫ উইকেট। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ গত ১৮ বছরে অনেক টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। এই প্রথম টেস্টে নিজেদের ইনিংস জয়টা অন্যরকম অনুরণন রেখে যাবে বাংলাদেশের ক্রিকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ