Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফলো অনে নেমেও বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ এএম

মিরপুর টেস্টে ফলো অনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সাকিব-মিরাজের তোপের মুখে পড়েছে তারা। এরই মধ্যে হারিয়ে ফেলেছে ২টি উইকেট।

বাংলাদেশের স্পিনের ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১১১ রানে। তবে মূলত মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের কব্জির জাদুতে পথ হারিয়ে ফেলেছিল তারা। ফলে ফলো অনে পড়তে হয় ক্রেইগ ব্র্যাথওয়েটদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে নেমেও সেই সাকিব-মিরাজে কাঁপছে তারা।

সফরকারীদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে (১) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক সাকিব। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন মাত্র ২ রান। এরপর কাইরন পাওয়েলকে (৬) আউট করেন মিরাজ। ম্যাচে এটি তার অষ্টম উইকেট।

এর আগে ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবীয়রা শনিবার ১৩ ওভারের মধ্যে বাকী ৫ উইকেট হারিয়ে ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ