নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে টাইগাররা। এ টেস্ট জিতে সিরিজ জয় লক্ষ্য স্বাগতিকদের।
এ টার্গেটে দলে এসেছে দুই পরিবর্তন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই এ সিদ্ধান্ত। অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেছেন তিনি।
দলে ফিরেছেন লিটন দাস। অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের ‘ব্যাকআপ’ হিসেবে একাদশে ঢুকেছেন তিনি। ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়ায় মিডলঅর্ডারে ব্যাট করবেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
চট্টগ্রাম টেস্টে মাত্র চার ওভার বোলিং করা মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বাংলাদেশ। তার জায়গাতেই ঢুকেছেন লিটন। এ নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।