নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দিনের প্রথম ঘণ্টায়ই দলীয় ২৬ রানের ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এসময় ব্যাটিংয়ে নামেন দলের অন্যতম ভরসা মুশফিকুর রহীম। মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছেন তিনি। এই দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৫১ রান। ব্যাট করছেন মুমিনুল হক (২৩*) ও মুশফিকুর রহীম (৯*)।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমেই জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ। দলীয় ১৩ রানে কাইল জার্ভিসের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমরুল কায়েস। নিজের রানের খাতা খোলার আগেই উইকেটকিপার রেগিস চাকাভার তালুবন্দী হন এই বাঁ-হাতি ওপেনার।
ইমরুলের বিদায়ের পর লিটনও মাঠ ছাড়েন। দলীয় ১৬ রানে জার্ভিসের দ্বিতীয় শিকার হন তিনি। ব্যক্তিগত ৯ রানে মিড উইকেটে ব্র্যানডন মাভুতাকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন লিটন। এরপর ডোনাল্ড ত্রিরিপানোর বলে ব্রেনডন টেইলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত মোহাম্মদ মিঠুনও (০)।
জিম্বাবুয়ের হয়ে রানে ২ উইকেট নিয়েছেন কাইল জার্ভিস। এছাড়া একটি উইকেট নিয়েছেন ত্রিরিপানো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।