Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০২ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের বিপদ বাড়তে পারত আরও। কিন্তু মুমিনুল হকের ক্যাচ নিতে পারেননি ব্রায়ান চারি।
সুযোগটি যদিও কঠিন ছিল বেশ। টেন্ডাই চাটারার বলে কাট করেছিলেন মুমিনুল। বল দ্রুতগতিতে ছুটছিল পয়েন্ট ফিল্ডারের মাথার ওপর দিয়ে। ব্রায়ান চারি বলে হাত ছোঁয়ালেও জমাতে পারেননি মুঠোয়। মুমিনুল বেঁচে গেলেন ৯ রানে।
অভিষেকে মিঠুনের শূন্য
বাজে এক শটে টেস্টে অভিষেকে শূন্য রানে ফিরলেন মোহাম্মদ মিঠুন। একাদশে ফেরা পেসার ডোনাল্ড টিরিপানোর অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ব্রেন্ডন টেইলরের হাতে।

২৬ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম।

আলগা শটে লিটনের বিদায়

শুরুটা সাবধানে পার করলেও লিটন আউট হলেন আলগা শটে। বাংলাদেশ হারাল আরেক ওপেনারকেও। কাইল জার্ভিস ধরলেন দ্বিতীয় শিকার।

লেগ-মিডলে থাকা বলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি লিটন। প্রিয় ফ্লিক শট খেললেন একটু শক্ত হাতে। বল সোজা চলে গেল মিড উইকেটে ব্র্যান্ডন মাভুটার হাতে।

সিলেট টেস্টের প্রথম ইনিংসের মতো এবারও লিটন ফিরলেন ঠিক ৯ রানে। বাংলাদেশ ২ উইকেটে ১৬।

নড়বড়ে ইমরুলকে ফেরালেন জার্ভিস

শুরুতেই ভেঙেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইমরুল কায়েসকে ফিরিয়ে দিয়েছেন কাইল জার্ভিস।

১৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। ভুগছিলেন শুরু থেকেই। মাঝ ব্যাটে খেলতে পারছিলেন খুব কমই। ক্রিজে আধ ঘণ্টা কাটিয়েও হতে পারেননি স্বচ্ছন্দ। স্টাম্পের বল ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দেন কিপারকে। ঝাঁপিয়ে বল গ্লাভসে নেন রেজিস চাকভা।

১৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ক্রিজে লিটন দাসের সঙ্গী মুমিনুল হক।

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন

তৃতীয় ওভারে কাইল জার্ভিসের বলে লিটন দাসের খোঁচা একটুর জন্য ব্যাটের কানায় লাগেনি। তবে বোলার-ফিল্ডারদের কট বিহাইন্ডের জোরালো আবেদনে একটু সময় নিয়ে সাড়া দেন আম্পায়ার। সাথে সাথেই রিভিউ নেন লিটন।

রিপ্লেতে বোঝা যায় বলে লাগেনি ব্যাট, নিশ্চিত করে আল্ট্রাএজও। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত, বেঁচে যান লিটন। সে সময় শূন্য রানে ছিলেন ডান হাতি এই ওপেনার।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

সিলেটে ১৫১ রানে হারা বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুনের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। গত ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই পেসার।

বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

প্রথম টেস্টে এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ ফিরেছে দুই পেসারে। মুস্তাফিজের সঙ্গী অভিষিক্ত খালেদ। স্পিন আক্রমণে আগের ম্যাচে ১১ উইকেট নেওয়া তাইজুল ইসলামের সঙ্গী অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ নিয়েছেন ব্যাটিং।

‘১২০ ভাগ’ দিয়ে ফিরে আসার প্রত্যয় বাংলাদেশের

সিলেট টেস্টে অভাবনীয় জয়ে এগিয়ে যাওয়া জিম্বাবুয়ের চোখে সিরিজ জয়ের স্বপ্ন। ১৭ বছর পর দেশের মাটিতে তাদের বিপক্ষে সিরিজে হার এড়াতে প্রাণপণে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন মাহমুদউল্লাহ। বাঁচা-মরার লড়াই ১২০ ভাগ দিয়ে খেলার প্রত্যয় শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

সিরিজ শুরুর আগে যা ছিল আবহ, তাতে এই টেস্ট হওয়ার কথা ছিল বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচ। কিন্তু সিলেটের অভিষেক টেস্ট বদলে দিয়েছে সব হিসাব। বাংলাদেশের সামনেই এখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। সিলেট টেস্টের ভুল সংশোধন করে মিরপুরে জয়ের সন্ধানে স্টিভ রোডসের শিষ্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ