Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ওয়ানডের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় টাইগাররা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ৩:৫০ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টেস্ট ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল। জিম্বাবুয়ে দলের এবারের বাংলাদেশ সফরের এটাই প্রথম টেস্ট। এরআগে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে তারা। ওয়ানেডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে উল্লসিত এবং আত্মবিশ্বাসী টাইগাররা। আর এই আত্মবিশ্বাস নিয়েই প্রথম টেস্টে সফলতা কুড়াতে চায় মাহমুদুল্লাহ-মুশফিক বাহিনী।

শুক্রবার বেলা ১২টায় সিলেটে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন- ‘ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ভালো খেলেছে। আমরা তাদের চেয়ে আরো ভালো খেলেছি তাই সিরিজটা আমাদের হয়েছে। আমরা কোন ভাবেই জিম্বাবুয়েকে ছোট করে দেখছি না। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ। আর আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের শুরুটা যখন ভাল হয় আমরা আমাদের আত্মবিশ্বাস অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি।’

দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘অনাকাঙ্খিতভাবে সাকিব বাইরে থাকায় এই মুহূর্তে সহ অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের দায়িত্বটা আমার উপর এসেছে। আমি শতভাগ দিয়ে চেষ্টা করব ইতিবাচক ফলাফল আনার। টিমের সবাই ভাল মুডে আছে। কারণ ওয়ানডে সিরিজটা আমরা জিতেছি। আমরা ওয়ানডে সিরিজটা যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাসটা নিয়েই যাচ্ছি আমরা।’

রিয়াদ বলেন, ‘অবশ্যই, অধিনায়কত্ব প্রতিটি ক্রিকেটারের ভাল লাগার বিষয়, দেশের প্রতিনিধিত্ব করবেন আপনি। এটা আপনার জন্য একটা দায়িত্ব, আপনি দায়িত্বটা শতভাগ পালন করতে চাইবেন। এটাও মাথায় রাখতে হবে। আর দলকে নেতৃত্ব দিলেও আমি সবসময় চাই আমার টিমকে স্বাধীনতা দিতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ