নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। তবে শিশিরের কথা মাথায় রেখে এবার ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
চট্টগ্রামের জহুর আগমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ২৪৭।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ব্রেন্ডন টেলর। অধিনায়কের ৭৩ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কায় সাজানো। এছাড়া রান পেয়েছেন আরো দুই সিনিয়র, সিন উইলিয়ামস ৪৭ এবং ৪৯ রান করেছেন সিকান্দার রাজা।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে শিকার মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ এবং মাহমুদউল্লাহর।
আজ নির্ধারিত লক্ষ্য পেরুলেই টানা তৃতীয়বারের মত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। এজন্য অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন। ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।