নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। সেই চাপ আরো বেড়েছে মুশফিকের বিদায়ে। ২০ ওভার শেষে ৩ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ৮৮। যার সিংহভাগই অপর প্রান্ত আগলে রাখা ইমরুলের।
আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭ রান তুলতেই ফিরে গেছেন ওপেনার লিটন দাস (৪) এবং অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে কোন রান না করেই ফিরে গেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি একাই নন, ওয়ানডে ক্রিকেটে ৭ম দূর্ভাগা হিসেবে শূণ্য রানে আউট হলেন রাব্বি।
দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টায় নেমেছিলেন মুশফিকুর রহিম। কিছুটা সফলও হয়েছিলেন। তবে একটি বাজে বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে ফিরে গেছেন তিনিও (১৫)। মাভুতার একটি শর্ট বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলেই যাচ্ছিলো, সেটিকে ব্যাট ছুঁইয়ে দলের বিপদে বাড়িয়েছেন টেলরের তালুবন্দী হয়ে। আম্পায়ার ধর্মসেনা সেটিতে আমল না দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে জয় হয় সফরকারীদের।
অপর প্রান্ত আগলে রেখে শুরু থেকেই সাবলীল খেলে যাচ্ছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। তুলে নিয়েছেন নিজের ১৬তম ফিফটি। ৬৪ বলে তার লড়াকু ইনিংসটি ৫টি চার ও একটি ছক্কায় সাজানো।
ঘরের মাঠে খেলা। নিজেদের উঠোনে খেলা। তবুও উইকেট নিয়ে শুরু থেকেই ধু¤্রজাল সৃষ্টি হয়েছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার এক কথাতে। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের আগে গতকাল শনিবার বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’।
তবে সেটিকে অজুহাত হিসেবে নয়, উল্টোপিঠে দেখা সম্ভাবনার কথাই শুনিয়েছিলেন দেশসেরা এই পেসার। সেই থেকে চলছিলো কানাঘুষা। কেমন হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট? সেটি সময়ই বলে দেবে। তবে আগে ব্যাট করা দল যে কিছুটা সুবিধা পাবে সেটি জেনেই টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আজ মিরপুরে বাংলাদেশের ১২৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ফজলে মাহমুদ রাব্বির।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস ঝুওয়াও, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কেইল জারভিস, তেন্ডাই চাতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।