নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লাকি ভেন্যু চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৪ ও ২৬ অক্টোবর বাংলাদেশ দলের বিপক্ষে জিম্বাবুয়ে ক্রিকেট দল দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে। এ ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে ভেন্যু সংস্কারের কাজ। এ কাজগুলোর মধ্যে রয়েছে মিডিয়া ভবনে ভাঙ্গা গ্লাস পাল্টানো, দুর্গন্ধযুক্ত টয়লেট পরিষ্কার, মিডিয়া ও প্যাভিলিয়ান ভবনে সিলিং দিয়ে পানি পড়া, বিভিন্ন কক্ষের এসি সার্ভিসিং এবং পুরো ভেন্যু পরিচ্ছন্ন করাসহ অন্যান্য ছোটখাটো কাজ। এ সংস্কার কাজের দায়িত্বে আছেন ভেন্যু ম্যানেজার। সংস্কারের জন্য যে কাজটি খুবই দরকার গ্যালারীতে প্রায় চার হাজারের উপরে ভাঙ্গা চেয়ার পাল্টানো। এ কাজটি এবারের জিম্বাবুয়ে সিরিজে হচ্ছে না। এ ব্যাপারে ভেন্যু ম্যানেজার ফজলে রাব্বি খান রুবেল একটি তালিকা তৈরি করে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদকে দুই থেকে তিন মাস আগে একটি চিঠিও দিয়েছিলেন। কিন্তু এখনো আসেনি এর কোন উত্তর। এ সিরিজের এ দু’টি ম্যাচ হবে দিবারাত্রিতে। তাই চারটি টাওয়ারের যে সমস্ত ফ্লাড লাইটগুলো বাতাসে একটু সরে গিয়েছিল এবং ফ্লাড লাইটের কয়েকটি লুমিনার ভেঙ্গে গিয়েছিল সেগুলো খেলা শুরুর তিনদিন আগে কাজ করবে বলে জানা গেছে। প্রসঙ্গত গত ১৪ অক্টোবর দৈনিক ইনকিলাবের খেলার পাতায় ‘সংস্কারবিহীন লাকি ভেন্যু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।