Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ রানে ৮ উইকেট!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

বিজয় হাজারে ট্রফিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন শাহবাজ নাদিম। ঝাড়খন্ডের হয়ে মাত্র ১০ রানে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। চেন্নাইয়ে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ২৯ বছর বয়সী নাদিমের দুর্দান্ত বোলিংয়ে ২৮ ওভার ৩ বলে ৭৩ রানে গুটিয়ে যায় রাজস্থান। ১৪ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ছোট লক্ষ্য ছুঁয়ে ফেলে ঝাড়খন্ড। ১০ ওভারের মধ্যে চারটি মেডেন নেন নাদিম। নিজের ষষ্ঠ ও সপ্তম ওভার মিলিয়ে করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের প্রথম আটটি উইকেটই নেন তিনি।
৫০ ওভারের ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ভারতের আরেক স্পিনার রাহুল সাংভির অধিকারে। ১৯৯৮-৯৮ মৌসুমে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ১৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ