Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে

যৌতুক মামলা

মো. শামসুল আলম খান | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

টাইগারদের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে অবশেষে স্ত্রী সামিয়া শারমিন উষা’র দায়ের করা যৌতুক মামলার তদন্ত কাজ শুরু করতে যাচ্ছে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আগামী রোববার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি এই মামলার তদন্ত কাজ শুরু করবেন বলে গতকাল বুধবার বিকেলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তদন্ত কাজ শেষে আগামী ৮ নভেম্বরের মধ্যে আদালতে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এর আগে (২৬ আগষ্ট) দুপুরে সদর আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রী সামিয়া শারমিন উষা মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ না করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
তদন্ত কাজ শুরুর বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী জানান, গত বৃহস্পতিবার আমরা আদালতের নির্দেশনার চিঠি পেয়েছি। আমাদের হাতে ৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। নানা কারণে আমরা এখনো তদন্ত কাজ শুরু করতে পারিনি। তবে আমরা আগামী রোববার থেকে তদন্ত কাজ শুরু করার টার্গেট নিয়েছি।
তিনি জানান, তদন্তের জন্য আমি প্রথমে সামিয়া, তার পরিবার এবং মোসাদ্দেক এবং তার পরিবারের সঙ্গে স্বশরীরে গিয়ে কথা বলবো। এরপর মোসাদ্দেক ও সামিয়াকে একসঙ্গে আমার অফিসে ডাকবো। খেলার জন্য মোসাদ্দেক দেশের বাইরে থাকায় এই প্রক্রিয়াটি সে দেশে ফিরলে শুরু হবে বলেও জানান তিনি।
এদিকে, আলোচিত এই ডিভোর্স প্রসঙ্গে মোসাদ্দেকের স্ত্রী সামিয়া শারমিন গণমাধ্যমকে বলেন, মোসাদ্দেক তারকা ক্রিকেটার হওয়ার পর থেকে নিজেকে বদলে ফেলে। সে প্রায় সময়েই আমাকে নির্যাতন করতো শারীরিক ও মানসিকভাবে। সে কোথাও আমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতো না।
তবে মোসাদ্দেক ওই সময় দাবি করেন, সামিয়া তার মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতে আপত্তি তুলে এবং প্রায় সময়েই তার মায়ের গায়ে হাত তুলে। ফলে আর টিকতে না পেরে তিনি এই ডিভোর্সের সিদ্ধান্ত নেন। আর ডিভোর্স দেওয়ার পর পরই সামিয়া তার বিরুদ্ধে আদালতে যৌতুকের কাল্পনিক অভিযোগ এনে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ