Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ত্রিদেশীয় বধির ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

পাকিস্তান, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় বধির ক্রিকেট সিরিজ। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এই টুর্নামেন্টের খেলা। আসরে প্রত্যেকটি দল দ্বৈত লিগ পদ্ধতিতে দু’বার করে পরস্পরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপ। যে কারণে এর নামকরণ হয়েছে ‘ওয়ালটন বধির টি-টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ’। টুর্নামেন্টে প্রতি খেলায় ম্যাচে সেরার পুরস্কার দেবে ওয়ালটন। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা ট্রফিসহ ৫০ হাজার এবং এবং রানার্সআপ দল ট্রফিসহ ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বধির স্পোর্টস ফেডারেশনের সহ-সভাপতি জাকির হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ ও বাংলাদেশ দলের কোচ আনিসুর রহমান নিপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ