Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালো স্বামীকে খুন করে ...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গায়ের রঙ কালো বলে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেলেন স্ত্রী। বৃহস্পতিবার ভারতের কালনার উতরা গ্রামে লক্ষী নামে এক গৃহবধূর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বুধবার সকালে ভারতের কালনার এসটিকেকে রাস্তার ধারে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কিন্তু পেশায় রাজমিস্ত্রি নিহত ভোলা বৈরাগ্যকে চিনেন তারা। স্থানীয় পুলিশে খবর দিলে নিহতের বাড়িতে গিয়ে দেখেন- বাড়ির প্রত্যেক সদস্য তখনও অঘোরে ঘুমোচ্ছেন। এ ঘটনার পর সমগ্র বাড়ি তল্লাশি করে ভোলার স্ত্রীকে খুঁজে পায়নি পুলিশ। পুলিশের ধারণা, ভোলার স্ত্রী দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের খেতে দেয়। এতে সবাই ঘুমিয়ে পড়লে স্বামীকে খুন করে পালিয়ে যায় সে। নিহত ভোলার পরিবার থেকে জানা গেছে, কয়েক বছর আগে পারিবারিকভাবে ভোলার সঙ্গে লক্ষীর বিয়ে হয়। ভোলা দেখতে কালো। তাই বিয়ের দিন থেকেই স্বামীকে মেনে নিতে পারেননি লক্ষী। অনেকটা পরিবারের চাপে পড়েই ভোলাকে বিয়ে করতে হয় লক্ষীকে। তাদের সংসারে ঝগড়া ছিল নিয়মিত। এদিকে প্রতিবেশীরা জানান, স¤প্রতি গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন লক্ষী। স্ত্রীকে সে পথ থেকে সরে আনার চেষ্টা করেছিলেন ভোলা। পলাতক স্ত্রী লক্ষীর বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত লক্ষীকে খুঁজছে পুলিশ। জি নিউজ।



 

Show all comments
  • চন্দ্র দাস ৭ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২৩ এএম says : 0
    কালো বলে ঐ মহিলার ঊচিত ছিল তার স্বামী কে তালাক দেওয়া কিন্তু মেরে ফেলাতে এখন তো ঐ নিষঠুর মহিলার ও ফাঁসি হবে ফলাফল শুন.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ