Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাকেঞ্জিই ব্যাটিং পরামর্শক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

অনেক জল ঘোলা হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচের চেয়ারটা পূরণ করা গেলেও এক বছরের বেশি সময় ধরে ফাঁকা পড়ে আছে ব্যাটিং কোচের চেয়ার। অনেক ‘খোঁজাখুঁজি ও আলোচনা’র পর অবশেষে শূন্যস্থানটা পূরণ হতে যাচ্ছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। তবে গুঞ্জনে কান দিলে নিল ম্যাকেঞ্জিই পেতে যাচ্ছেন এই দায়িত্ব। এবং সেটা চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝেই।
৪২ বছর বয়সী সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বাংলদেশের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছে। তবে গত কিছুদিনে জোর দিয়ে শোনা যাচ্ছিল, এবার কথা প্রায় পাকা। চুক্তি চূড়ান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও। তবে নামটি এখনই প্রকাশ করতে চাইলেন না, ‘আমরা আশা করি, ওয়েস্ট ইন্ডিজেই আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং পরামর্শক যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাইয়ের মধ্যেই উনি দলের সঙ্গে যোগ দেবেন।’
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তখনকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। তখন থেকেই নেই ব্যাটিং কোচ। পরে অল্প কিছুদিনের জন্য এসেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। তবে তার মূল দায়িত্ব ছিল লোয়ার অর্ডারদের ব্যাটিং নিয়ে কাজ করা। বিসিবির প্রধান নির্বাহী জানান, নতুন ব্যাটিং পরামর্শকের সঙ্গে চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কদিন আগে ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকারই রায়ান কুককে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনিও দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে।
প্রায় ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। ক্রিকেট ক্যারিয়ারে তার সবচেয়ে আলোচিত কীর্তিটি বাংলাদেশেই। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে গ্রায়েম স্মিথের সঙ্গে গড়েছিলেন উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড ৪১৫ রানের জুটি।
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত। পরে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে। -বিডিনিউজ২৪ডটকম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ