Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিত ঝড়ে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ৮ বল হাতে রেখেই ইংলিশদের ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় বিরাট কোহলির দল। শনিবার ব্রিষ্টলে অনুষ্ঠেয় ম্যাচে প্রথম উইকেটকিপার হিসেবে টি-২০তে এক ইনিংসে ৫টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েন মাহেন্দ্রসিং ধোনি।
স্বাগতিকদের সংগ্রহ আরো বড় হতে পারত। কিন্তু শেষদিকে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিং ইনিংসটাকে ৯ উইকেটে ১৯৮ রানে আটকে রাখে। এজন্য সবচেয়ে বড় অবদান হার্দিক পান্ডিয়ার (৪/৩৮)। ৩১ বলে ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জেসন রয়। এছাড়া বাটলার (২১ বলে ৩৪), হেলস (২৪ বলে ৩০) ও বেয়ারস্টোর (১৪ বলে ২৫) ব্যাটে বড় পুঁজি গড়ে মর্গ্যানের দল।
কিন্তু রোহিত শর্মার আপরাজিত শতকে এমন স্কোরও মামুলি হয়ে যায়। ৫৬ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংসটাকে সাজান ডানহাতি ওপেনার। এছাড়া অবদান রাখেন কোহলি (২৯ বলে ৪৩) ও হার্দিক পান্ডিয়াও (১৪ বলে অপরাজিত ৩৩)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ