Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল সিলেটে পৌঁছবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট এ দল

নিরাপত্তায় এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৬:৩৭ পিএম

তিনটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে কাল শনিবার বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দল সিলেটে এসে পৌঁছাবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অনুশীলন ও ম্যাচে কঠোর নিরাপত্তায় রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সেখানে তারা উল্লেখ করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৭ জুলাই) থেকে শুরু হবে বাংলাদেশ-এ দল বনাম শ্রীলংকা-এ দলের মধ্যকার ক্রিকেট সিরিজ। শ্রীলংকার এই সফরে ১টি চার দিনের ম্যাচ এবং ৩টি এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (৫ জুলাই) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব সাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের নিরাপত্তার জন্য এসএমপি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিরিজ চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা এবং আম্পায়ারদের চলাচলের জন্য রাস্তাসমূহে যানবাহন চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনানুযায়ী সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে রোজভিউ হোটেল হতে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত সড়কে এই নির্দেশনা জারি থাকবে বলা জানানো হয়। এদিকে সিলেটে পৌঁছে দুটি দলই হোটেল রোজভিউয়ে উঠবে। রবিবার ও সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। সকল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ দল এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবে শ্রীলঙ্কা দল। মঙ্গলবার মাঠে গড়াবে চারদিনের ম্যাচটি। এ ম্যাচ শেষে ১৪, ১৫ ও ১৬ জুলাই অনুশীলন করবে দল দুটি। ১৭ জুলাই সকালে মাঠে গড়াবে প্রথম একদিনের ম্যাচটি। ১৯ জুলাই দ্বিতীয় এবং ২২ জুলাই তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের মধ্যবর্তী দিনগুলোতে উভয় দলই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। ২৩ জুলাই সিলেট ছাড়বে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ