মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেবে না বোয়িং
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং বলেছে, ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওই কোম্পানি তেহরানকে কোনো বিমান সরবরাহ করবে না। বোয়িং বুধবার এক ঘোষণায় দাবি করেছে, ইরানের সঙ্গে বিমান বিক্রির চুক্তি না থাকায় তেহরানকে কোনো বিমান দেয়া হবে না। পার্সটুডে।
৫ পুলিশ নিহত
ইনকিলাব ডেস্ক : সোমালিয়া সীমান্তের কাছে পুঁতে রাখা বোমার ওপর দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময় কেনিয়ার পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কেনিয়ার পূর্বে লিবোই সীমান্ত চৌকির কাছে গারিসা জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। ফক্স নিউজ।
বেফাঁস মন্তব্য
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির এক আইনপ্রণেতা সমর্থকদের উদ্দেশে বলেছেন, সরকারি কর্মচারীরা বেশ্যার চাইতেও খারাপ। ঘুষ চাইলে তাদের মুখে ঘুষি মারুন। আইনপ্রণেতা সুরেন্দ্র এক সমাবেশে বলেছেন, ‘সরকারি কর্মচারীদের চেয়ে বেশ্যাদের চরিত্র অনেক ভাল। এনডিটিভি।
মোবাইল বিস্ফোরণ
ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাই প্রদেশের বান্দুপ এলাকার একটি রেস্টুরেন্টে এক ব্যক্তির পকেটে মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ তার পকেটে থাকা মোবাইলের বিস্ফোরণ ঘটে। এনআইএ।
৬ পিকেকে নিহত
ইনকিলাব ডেস্ক : উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় ৬ পিকেকে ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জনিয়েছে তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে)। বুধবার টিএসকের দেয়া বিবৃতি অনুযায়ী, ১৬ টি সন্ত্রাসবাদী লক্ষ্যমাত্রা ধ্বংস করা হয়। উত্তর ইরাকি অঞ্চলের হাকুরুকের গারা, মেটিনা, জাপ, কান্দিল ও আওসিন-বেসিয়ান অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। আনাদেলু এজেন্সি।
তাইওয়ানে রণতরী
ইনকিলাব ডেস্ক : তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের এমন উসকানিতে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে বলে মনে করা হচ্ছে। চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ ও উত্তর কোরিয়ার পরমাণু সংকটের মধ্যেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।