Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আলুর তৈরি রস্তি
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সঙ্গে শুক্রবার ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আর এই বৈঠকের নৈশভোজে উনের ছেলেবেলার স্মৃতি ফিরিয়ে আনতে তার জন্য পরিবেশন করা হবে সুইজারল্যান্ডের জনপ্রিয় খাবার রস্তি। রয়টার্স।

চীনে কোকেন জব্দ
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আমেরিকা থেকে আসা ১.৩ মেট্রিক টন কোকেন জব্দ করেছে চীনা পুলিশ। দেশটিতে এ যাবৎ কালের মধ্যে জব্দ করা মাদকের এটি ছিল সবচেয়ে বড় চালান। গুয়াংদং প্রদেশের জন নিরাপত্তা বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলীয় শেনঝেন নগরীর পুলিশ ১০ সন্দেহভাজনকে আটক করেছে। এদের অধিকাংশই হংকং থেকে আসা। এএফপি।

সমালোচনার শিকার
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজ সোমবার তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল লন্ডনে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন। সে অনুষ্ঠানে পরা পোশাকের জন্য হলিউডের সাবেক অভিনেত্রীকে এখন তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে। লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্যা ফিল্ডস চার্চে আয়োজিত ওই অনুষ্ঠানে হাতে হাত ধরে অংশ নেন প্রিন্স হ্যারি। পিপল সাময়িকী।

প্রচন্ড খরার কবলে
ইনকিলাব ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলের বিশাল অংশ খরার কবলে পড়েছে। খুব সতর্কতার সঙ্গে একটি কূপ থেকে পাম্পের সাহায্যে রোদের খরতাপে ফেটে যাওয়া শুষ্ক জমিতে পানি দেয়ার জন্য জেনারেটর চালু করছেন এক কৃষক। এই গ্রামে কারোরই কূপ থেকে পানি তোলার প্রয়োজন ছিল না। কিন্তু চলমান তীব্র খরা গ্রামবাসীদের কৃষি ও জীবিকার ওপর হুমকি হিসেবে দেখা দিয়েছে। এএফপি।

নেপালের স্বাগত
ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন অনানুষ্ঠানিক বৈঠককে নেপাল স্বাগত জানিয়ে বলেছে, এই বৈঠক তার দুই বড় প্রতিবেশী দেশের মধ্যে বিশ্বাস জোরদার করবে। এছাড়া এ দু’দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেপালের স্বার্থও রক্ষা করবে বলে মনে করছে দেশটি। সিনহুয়া।

রাশিয়ার নাকচ
ইনকিলাব ডেস্ক : ক্রিমিয়া রাশিয়ার অংশ। তাই সেখানে সৈন্য সমাবেশ ও সামরিক সরঞ্জামাদি রাখার অধিকার রাশিয়ার রয়েছে। ইউক্রেনের ওপর চোখ রাখার অংশ হিসেবে পুরো উপদ্বীপের ওপর নজরদারির যে কোন প্রস্তাবকে রাশিয়া বৃথা উস্কানি মনে করে। তাস।

মিয়ানমারের প্রেসিডেন্ট
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ত সিঙ্গাপুর সফর করবেন এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের ৩২তম সম্মেলনে যোগ দেবেন। বুধবার দেশটির আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় একথা জানায়। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। আসিয়ানের ৩২তম শীর্ষ সম্মেলন বুধবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে। সিনহুয়া।

নাইজেরিয়ায় নিহত ১৯
ইনকিলাব ডেস্ক : পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার বেনু প্রদেশে একটি চার্চে বন্দুকধারীর হামলায় দুই ধর্মযাজকসহ ১৯ জন নিহত হয়েছেন। প্রদেশটির পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ