Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

হত্যার হুমকি
ইনকিলাব ডেস্ক : দুর্নীতি কেলেঙ্কোরি নিয়ে মালয়েশিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাজিবের দুর্নীতির বিষয়টি তদন্ত করছেন এমএসিসির নতুন প্রধান শুকরি আবদুল। নাজিবকে জিজ্ঞাসাবাদ করায় হত্যার হুমকি দেয়া হয়েছে শুকরি আবদুলকে। হুমকির বিষয়টি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করবেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ফুজি হারুন। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল ওয়ানএমডিবি থেকে কয়েক কোটি ডলার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এএফপি।

কৃষ্ণাঙ্গ নারী
ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো রাজ্যের গভর্নর পদে লড়ার জন্য এক কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিয়েছেন ভোটাররা। জর্জিয়ার গভর্নর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে জয় পেয়েছেন স্ট্যাসি আব্রামস নামের ওই নারী। এর মধ্য দিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয় পেলে স্ট্যাসি আব্রামস কেবল যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নরই হবেন না, জর্জিয়ার প্রথম নারী গভর্নরও হবেন তিনি। যুক্তরাষ্ট্রে বর্তমানে ছয়জন নারী গভর্নর রয়েছেন। এর মধ্যে দুইজন ডেমোক্র্যাট এবং চারজন রিপাবলিকান। বিবিসি, গার্ডিয়ান।

সাংবাদিকদের অনুমতি
ইনকিলাব ডেস্ক : অনেক দেন-দরবারের পর অবশেষে নিজেদের পরমাণু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের জন্য দক্ষিণ কোরীয় সাংবাদিকদের তালিকা গ্রহণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ খবর জানিয়েছে। পুঙ্গেইরি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার সাক্ষী রাখার জন্য বেশ কয়েকটি দেশ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করতেই দেশটির এমন উদ্যোগ। কয়েকটি দেশ থেকে সাংবাদিকদের তালিকা গ্রহণ করলেও দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের তালিকা নেয়নি উত্তর। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদেই তাদের বাদ দেওয়ার চিন্তা করা হয়। রয়টার্স।

ইসরাইলি হামলা
ইনকিলাব ডেস্ক : গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন-হামাসের একটি ভূগর্ভস্থ আস্তানা এবং দুইটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার সকালে এ হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনীর বক্তব্যকে উদ্ধৃত করে জেরুজালেম পোস্ট খবরটি জানিয়েছে। গাজা উপত্যকা থেকে ‘উদ্ভূত যেকোনও হুমকি’র জন্য হামাসকে দায়ী করে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরাইল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ