Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ৪:১৩ পিএম

রুমানা আহমেদের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স ও ফারজানার দারুণ ব্যাটিংয়ে মেয়েদের ক্রিকেটের পথচলায় বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় এক জয়। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ বুধবার কুয়ালালামপুরে ভারতের ১৪১ রান তাড়ায় বাংলাদেশ জিতেছে ২ বল বাকি রেখে।
শ্রীলঙ্কার কাছে বাজে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে বর্তমান রানার্স আপ পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। এবার হারাল চ্যাম্পিয়ন ভারতকে। নারী এশিয়া কাপের ছয় আসরের সবক’টির চ্যাম্পিয়ন ভারত। এবারও পরিস্কার ফেবারিট। গত বছর ওয়ানডে বিশ্বকাপে হয়েছে রানার্স আপ। সেই পরাক্রমশালী ভারতকে অভাবনীয়ভাবে হারিয়ে ফাইনালের স্বপ্ন পূরণের পথে সালমা খাতুনের দল নিল বড় এক পদক্ষেপ।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২০ ওভারে ১৪১/৭ (মিতালি ১৫, স্মৃতি ২, পূজা ২০, হারমানপ্রিত ৪২, দিপ্তি ৩২, মোনা ১৪*, অনুজা ১, ঝুলন ৪, তানিয়া ১*; জাহানারা ০/৩৪, সালমা ১/২১, নাহিদা ০/২১, খাদিজা ০/২৪, ফাহিমা ০/১৬, রুমানা ৩/২১)।

বাংলাদেশ : ১৯.৪ ওভারে ১৪২/৩ (শামিমা ৩৩, আয়েশা ১২, ফারজানা ৫২*, নিগার ১, রুমানা ৪২*; ঝুলন ০/২৬, পূজা ১/২১ অনুজা ০/১৭, রাজেশ্বরি ১/২৬, পুনম ১/২১, হারমানপ্রিত ০/১১, দিপ্তি ০/২১)।

ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রুমানা আহমেদ (বাংলাদেশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ